এক মিষ্টি মেয়ে (অই হই) তার দৃষ্টি দিয়ে (অই হই) এক মিষ্টি মেয়ে (অই হই) তার দৃষ্টি দিয়ে (অই হই) কেড়ে নিলো আমার এই মন তার রূপের ছায়া পড়েছে তার রূপের ছায়া পড়েছে আমায় বড়ো পাগল করেছে এক মিষ্টি মেয়ে (অই হই) তার দৃষ্টি দিয়ে (অই হই) এক মিষ্টি মেয়ে (অই হই) তার দৃষ্টি দিয়ে (অই হই) কেড়ে নিলো আমার এই মন তার রূপের ছায়া পড়েছে তার রূপের ছায়া পড়েছে আমায় বড়ো পাগল করেছে ♪ ভেজা গায়ে লেগে আছে শাড়ির আঁচল ভালোবেসে ছুঁয়েছিলো নদীর জল ভেজা গায়ে লেগে আছে শাড়ির আঁচল ভালোবেসে ছুঁয়েছিলো নদীর জল আমি অবাক হয়ে (অই হই) দেখি চেয়ে চেয়ে (অই হই) আমি অবাক হয়ে (অই হই) দেখি চেয়ে চেয়ে (অই হই) সরাতে পারি না যে নয়ন তার রূপের ছায়া পড়েছে তার রূপের ছায়া পড়েছে আমায় বড়ো পাগল করেছে ♪ চাঁদের হাসি যেন বাঁকা ঠোঁটের উপর দেখে মনে প্রেমের হাওয়া তোলে সে ঝড় চাঁদের হাসি যেন বাঁকা ঠোঁটের উপর দেখে মনে প্রেমের হাওয়া তোলে সে ঝড় তার রাঙা পায়ের (অই হই) ছোঁয়া পেয়ে (অই হই) তার রাঙা পায়ের (অই হই) ছোঁয়া পেয়ে (অই হই) ফুলে ফুলে সাজে যে ভুবন তার রূপের ছায়া পড়েছে তার রূপের ছায়া পড়েছে আমায় বড়ো পাগল করেছে এক মিষ্টি মেয়ে (অই হই) তার দৃষ্টি দিয়ে (অই হই) এক মিষ্টি মেয়ে (অই হই) তার দৃষ্টি দিয়ে (অই হই) কেড়ে নিলো আমার এই মন তার রূপের ছায়া পড়েছে তার রূপের ছায়া পড়েছে আমায় বড়ো পাগল করেছে