তোমার দেয়া কষ্টের যেন কষ্ট না হয় তোমার দেয়া কষ্টের যেন কষ্ট না হয় সারাক্ষণ মনে থাকে সেই সংশয় তুমি দুঃখী হলে আমি সুখী হবো সে কী করে হয়? তোমার দেয়া কষ্টের যেন কষ্ট না হয় ♪ ভালোবাসে যে জন সেই তো বুঝে কতটুকু ব্যথা বিরহে তোমারই আশাতে স্বপ্ন সাজাই আজও নিঃশ্বাস বয় এ দেহে তুমি নেই আর আমি বেঁচে আছি সে কী করে হয়? তোমার দেয়া কষ্টের যেন কষ্ট না হয় ♪ কী দোষে আমায় তুমি এমন সাজা দিলে নিজেকে করলে আড়াল? ফেরারি এ মন তবু ভুলেনি তোমায় আজও খুঁজে ফিরে স্মৃতির সকাল তুমি নেই আর স্বপ্নেরা আছে সে কী করে হয়? তোমার দেয়া কষ্টের যেন কষ্ট না হয় সারাক্ষণ মনে থাকে সেই সংশয় তুমি দুঃখী হলে আমি সুখী হবো সে কী করে হয়? তোমার দেয়া কষ্টের যেন কষ্ট না হয়