ভুলে ভরা গল্প এ জীবন যেন শুধু ভুলেই কেটেছে ভুলে ভরা গল্প এ জীবন যেন শুধু ভুলেই কেটেছে ভালোবেসে এতটুকু খুঁজে পেতে সুখ কত ভুল পথে মন হেঁটেছে শুধু ভুলেই কেটেছে ভুলে ভরা গল্প এ জীবন যেন শুধু ভুলেই কেটেছে ♪ দু'চোখে বর্ষা নিয়ে মরুপথ পাড়ি দিয়ে যার মাঝে ছায়া আমি পেয়েছি ও, অন্ধের মতো যারে ভালোবেসে বুকে ধরে স্বপ্নের দীপশিখা জ্বেলেছি স্বার্থপরের মতো সব সুখ কেড়ে সে তো একা করে দূরে সরে গিয়েছে শুধু ভুলেই কেটেছে ভুলে ভরা গল্প এ জীবন যেন শুধু ভুলেই কেটেছে ♪ ভুল করে এই মন আলো ভেবে সারাক্ষণ আলেয়ার পিছু শুধু ছুটেছে ও, বিরহ-আগুনে পুড়ে কষ্টকে সাথী করে হারাবার যন্ত্রণা ভুলেছে দুঃখ নামের স্মৃতি তাই আজ হলো সাথী স্বপ্নরা কবে মরে গিয়েছে শুধু ভুলেই কেটেছে ভুলে ভরা গল্প এ জীবন যেন শুধু ভুলেই কেটেছে ভুলে ভরা গল্প এ জীবন যেন শুধু ভুলেই কেটেছে ভালোবেসে এতটুকু খুঁজে পেতে সুখ কত ভুল পথে মন হেঁটেছে শুধু ভুলেই কেটেছে ভুলে ভরা গল্প এ জীবন যেন শুধু ভুলেই কেটেছে