Kishore Kumar Hits

Selim Chowdhury - Tumi Chiley Ae Jiboner lyrics

Artist: Selim Chowdhury

album: Bristy Pore Tapur Tupur


তুমি ছিলে এ জীবনের ফেলে আসা ভোরে
সাথী হয়ে আছো আমার রোদেলা দুপুরে
এমনি করে চাই যে তোমায় প্রতিটি প্রহরে
প্রতিটি প্রহরে
তুমি ছিলে এ জীবনের ফেলে আসা ভোরে
সাথী হয়ে আছো আমার রোদেলা দুপুরে
এমনি করে চাই যে তোমায় প্রতিটি প্রহরে
প্রতিটি প্রহরে

একটি পলক যদি থাকো দূরে সরে
যাবো আমি মরে
একটি পলক যদি থাকো দূরে সরে
যাবো আমি মরে
তুমি ছিলে এ জীবনের ফেলে আসা ভোরে
সাথী হয়ে আছো আমার রোদেলা দুপুরে
এমনি করে চাই যে তোমায় প্রতিটি প্রহরে
প্রতিটি প্রহরে

দুঃখ-সুখের ভিড়ে তোমায় আপন করে
রাখবো বুকে ধরে
দুঃখ-সুখের ভিড়ে তোমায় আপন করে
রাখবো বুকে ধরে
তুমি ছিলে এ জীবনের ফেলে আসা ভোরে
সাথী হয়ে আছো আমার রোদেলা দুপুরে
এমনি করে চাই যে তোমায় প্রতিটি প্রহরে
প্রতিটি প্রহরে
তুমি ছিলে এ জীবনের ফেলে আসা ভোরে
সাথী হয়ে আছো আমার রোদেলা দুপুরে
এমনি করে চাই যে তোমায় প্রতিটি প্রহরে
প্রতিটি প্রহরে

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists