Kishore Kumar Hits

Selim Chowdhury - Ekhon Bhabiley Ki Hobe Go lyrics

Artist: Selim Chowdhury

album: Basanta Batashey


(দমে দমে এ জীবন, দম থাকিতে ভাবো, মন)
(দমে দমে এ জীবন, দম থাকিতে ভাবো, মন)
এখন ভাবিলে কী হবে গো, যা হইবার তা হইয়া গেছে
(দমে দমে এ জীবন, দম থাকিতে ভাবো, মন)
এখন ভাবিলে কী হবে গো, যা হইবার তা হইয়া গেছে
এখন ভাবিলে কী হবে গো, যা হইবার তা হইয়া গেছে
জাতি-কুল-যৌবন দিয়াছি
জাতি-কুল-যৌবন দিয়াছি, প্রাণ যাবে তার পাছে গো
(পাছে গো, পাছে গো)
যা হইবার তা হইয়া গেছে
(দমে দমে এ জীবন, দম থাকিতে ভাবো, মন)
ভাবিলে কী হবে গো, যা হইবার তা হইয়া গেছে

কালার সঙ্গে প্রেম করিয়া কালনাগে দংশিছে
কালার সঙ্গে প্রেম করিয়া কালনাগে দংশিছে
ঝাড়িয়া বিষ নামাইতে পারে
ঝাড়িয়া বিষ নামাইতে পারে, এমন নি কেউ আছে গো?
(আছে গো? আছে গো?)
যা হইবার তা হইয়া গেছে
(দমে দমে এ জীবন, দম থাকিতে ভাবো, মন)
এখন ভাবিলে কী হবে গো, যা হইবার তা হইয়া গেছে

আগুনের তুলনা হয় না প্রেম-আগুনের কাছে
আগুনের তুলনা হয় না প্রেম-আগুনের কাছে
জল দিলে বাড়ে দ্বিগুণ
জল দিলে বাড়ে দ্বিগুণ, কী দিলে প্রাণ বাঁচে গো?
(বাঁচে গো? বাঁচে গো?)
যা হইবার তা হইয়া গেছে
(দমে দমে এ জীবন, দম থাকিতে ভাবো, মন)
এখন ভাবিলে কী হবে গো, যা হইবার তা হইয়া গেছে

বলে বলুক লোকে মন্দ, কুলের ভয় কী আছে
বলে বলুক লোকে মন্দ, কুলের ভয় কী আছে
আবদুল করিম জীতে মরা
আবদুল করিম জীতে মরা, বন্ধু পাইলে বাঁচে গো
(বাঁচে গো, বাঁচে গো)
যা হইবার তা হইয়া গেছে
(দমে দমে এ জীবন, দম থাকিতে ভাবো, মন)
এখন ভাবিলে কী হবে গো, যা হইবার তা হইয়া গেছে
ভাবিলে কী হবে গো, যা হইবার তা হইয়া গেছে
যা হইবার তা হইয়া গেছে
যা হইবার তা হইয়া গেছে

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists