কার রমণী জলে যায়, সুবল আমার কার রমণী জলে যায়? কার রমণী জলে যায়, প্রাণের সুবল কার রমণী জলে যায়? ♪ শ্রী রাধিকা জলে যায় সোনার নূপুর রাঙা পায় শ্রী রাধিকা জলে যায় সোনার নূপুর রাঙা পায় ও, তার রিনিঝিনি শব্দ শোনা যায়, সুবল আমার কার রমণী জলে যায়? কার রমণী জলে যায়, প্রাণের সুবল কার রমণী জলে যায়? ♪ শ্রী রাধিকার লম্বা চুল গায়ের উপর নানা ফুল গো শ্রী রাধিকার লম্বা চুল গায়ের উপর নানা ফুল গো ও, তার খোঁপার ওপর ভ্রমরায় লুটায়, সুবল আমার কার রমণী জলে যায়? কার রমণী জলে যায়, প্রাণের সুবল কার রমণী জলে যায়? কার রমণী জলে যায়, সুবল আমার কার রমণী জলে যায়?