Selim Chowdhury - Jago Go lyrics
Artist:
Selim Chowdhury
album: Basanta Batashey
জাগো গো
জাগো শ্যামের মনমোহিনী কমলিনী রাই
♪
জাগো গো
জাগো শ্যামের মনমোহিনী কমলিনী রাই
পূর্বদিকে চেয়ে দেখো গো, আর তো নিশি নাই
জাগো শ্যামের মনমোহিনী কমলিনী রাই
জাগো গো
জাগো শ্যামের মনমোহিনী কমলিনী রাই
♪
শ্যাম-অঙ্গে অঙ্গ দিয়ে
কী সুখে আছো ঘুমিয়ে গো
শ্যাম-অঙ্গে অঙ্গ দিয়ে
কী সুখে আছো ঘুমিয়ে গো
কুলমানের ভয় কি তোমার নাই?
জাগো শ্যামের মনমোহিনী কমলিনী রাই
♪
বাসি ফুল দাও ভাসিয়ে
আবার আনো ফুল তুলিয়ে
বাসি ফুল দাও ভাসিয়ে
আবার আনো ফুল তুলিয়ে
মনসাধের যুগল রূপ সাজাই
জাগো শ্যামের মনমোহিনী কমলিনী রাই
জাগো গো
জাগো শ্যামের মনমোহিনী কমলিনী রাই
পূর্বদিকে চেয়ে দেখো গো, আর তো নিশি নাই
জাগো শ্যামের মনমোহিনী কমলিনী রাই
জাগো গো
জাগো শ্যামের মনমোহিনী কমলিনী রাই
Поcмотреть все песни артиста
Other albums by the artist