Kishore Kumar Hits

Selim Chowdhury - Tare Bhuliteje lyrics

Artist: Selim Chowdhury

album: Roopshagore


শোনো, শোনো, শোনো সবে, শোনো সমাচার
ভালো যে লাগে না কিছু, কী হলো আমার?
কীসের ধন? কীসের মানে? কীসের বাড়িঘর?
পুড়ে পুড়ে ছাই হলো যে আমার এ অন্তর
আনচান করে প্রাণ, কী যে করি হায়?
ওই চোখ ওই মুখ ভোলা তো না যায়
দিন যায়, রাত যায়, যায় যে বছর
দিনে দিনে বাড়ে জ্বালা বুকেরই ভিতর
তারে ভুলিতে যে কিছুতে পারি না
তারে ছাড়িতে যে কিছুতে পারি না
তারে শুধু মনে পড়ে যায়
তারে শুধু মনে পড়ে যায়
তারে ভুলিতে যে কিছুতে পারি না
তারে ছাড়িতে যে কিছুতে পারি না
তারে শুধু মনে পড়ে যায়
তারে শুধু মনে পড়ে যায়

আউলা কেশে ছিলো তার রক্তজবার ফুল
ডাগর চোখে চাইয়া ছিলো আইসা নদীর কূল
বাতাসে আঁচলখানি উড়িতে যে ছিলো
রাঙা মুখের হাসি দিয়া পরান কেড়ে নিলো
যত ভাবি তার কথা ততই মনে হয়
তার মতো প্রিয় আর কোনো কিছু নয়
একদিকে পৃথিবী যে অন্যদিকে সে
তাকে ছাড়া দুনিয়াতে কী হবে বেঁচে?
আমি মন যে দিয়াছি তারে, প্রাণ যে দিয়াছি তারে, কিছু বাকি নাই
আমি হৃদয় সঁপিয়া তারে ভুলিতে যে পারি না রে, করি কী উপায়?
আমি মন যে দিয়াছি তারে, প্রাণ যে দিয়াছি তারে, কিছু বাকি নাই
আমি হৃদয় সঁপিয়া তারে ভুলিতে যে পারি না রে, করি কী উপায়?
তারে ভুলিতে যে কিছুতে পারি না
তারে ছাড়িতে যে কিছুতে পারি না
তারে শুধু মনে পড়ে যায়
তারে শুধু মনে পড়ে যায়

কাজল-কালো চোখের মায়া আজও মনে পড়ে
এ জীবন থাকিতে আমি ভুলিবো কী করে?
দিবানিশি ভাবি শুধু হয়ে দিশেহারা
সেই রূপসি ছাড়া আমি জীবন থাকতে মরা
ক্যান বা হয়েছিলো তার সাথে পরিচয়?
তাকে ছাড়া সবকিছু মিছা মনে হয়
কবে তারে পাবো কাছে ভাবি শুধু হায়
কে আছে সুজন ভবে, বাঁচাবে আমায়?
আমি মরমে আঁকিয়া ছবি সারাক্ষণ শুধু ভাবি, প্রাণ থেমে যায়
আমি কী করিতে কী যে করি, দু'চোখেতে নদী গড়ি তারই আশায়
আমি মরমে আঁকিয়া ছবি সারাক্ষণ শুধু ভাবি, প্রাণ থেমে যায়
আমি কী করিতে কী যে করি, দু'চোখেতে নদী গড়ি তারই আশায়
তারে ভুলিতে যে কিছুতে পারি না
তারে ছাড়িতে যে কিছুতে পারি না
তারে শুধু মনে পড়ে যায়
তারে শুধু মনে পড়ে যায়

নরনারী আছে বলে রয়েছে সংসার
নারী ছাড়া পৃথিবীতে সবই অন্ধকার
পুরুষ নারী দু'জনাতে ভালোবাসা হয়
এই দুনিয়া বুঝি তাই এত মধুময়
লাইলি-মজনু, শিরি-ফরহাদ প্রেমে পড়েছিলো
এই দুনিয়ার ইতিহাসে নাম রয়ে গেলো
তেমনি হয়েছি আমি প্রেমেরই পাগল
তাই বিচ্ছেদে চোখে আমার ঝরে এত জল
আমি প্রেমে যে মজেছি বলে সবাই পাগল বলে, বুক ফেটে যায়
ওরা দেখতো যদি মন, বলতো না এমন এমনি যে হায়
আমি প্রেমে যে মজেছি বলে সবাই পাগল বলে, বুক ফেটে যায়
ওরা দেখতো যদি মন, বলতো না এমন এমনি যে হায়
তারে ভুলিতে যে কিছুতে পারি না
তারে ছাড়িতে যে কিছুতে পারি না
তারে শুধু মনে পড়ে যায়
তারে শুধু মনে পড়ে যায়
তারে শুধু মনে পড়ে যায়
তারে শুধু মনে পড়ে যায়
তারে শুধু মনে পড়ে যায়
তারে শুধু মনে পড়ে যায়
তারে শুধু মনে পড়ে যায়
তারে শুধু মনে পড়ে যায়
তারে শুধু মনে পড়ে যায়
তারে শুধু মনে পড়ে যায়

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists