Kishore Kumar Hits

Selim Chowdhury - Ami Robona Grihe lyrics

Artist: Selim Chowdhury

album: Prothom Prem


আমি রবো না, রবো না গৃহে
রবো না, রবো না গৃহে
বন্ধু বিনে প্রাণ বাঁচে না
এ গো, বন্ধু বিনে প্রাণ বাঁচে না
এ গো, বন্ধু বিনে প্রাণ বাঁচে না
না, না, না গো, বন্ধু বিনে প্রাণ বাঁচে না
আমি রবো না, রবো না গৃহে
রবো না, রবো না গৃহে
বন্ধু বিনে প্রাণ বাঁচে না

ঘরে আছে কুলবধূ, হস্তে লইয়া সরমধু
আরে, ঘরে আছে কুলবধূ, হস্তে লইয়া সরমধু
কী মধু খাওয়াইলো জানি না
এ গো, কী মধু খাওয়াইলো জানি না
এ গো, কী মধু খাওয়াইলো জানি না
না, না, না গো, বন্ধু বিনে প্রাণ বাঁচে না
আমি রবো না, রবো না গৃহে
রবো না, রবো না গৃহে
বন্ধু বিনে প্রাণ বাঁচে না

এমন সুন্দর পাখি, হৃদয়-মাঝারে রাখি
আরে, এমন সুন্দর পাখি, হৃদয়-মাঝারে রাখি
ছুটলে পাখি ধরা দিবে না
এ গো, ছুটলে পাখি ধরা দিবে না
এ গো, ছুটলে পাখি ধরা দিবে না
না, না, না গো, বন্ধু বিনে প্রাণ বাঁচে না
আমি রবো না, রবো না গৃহে
রবো না, রবো না গৃহে
বন্ধু বিনে প্রাণ বাঁচে না

বাঁকা আঁখি, কালো রূপ, নয়নে লাইগাছে রূপ
আরে, বাঁকা আঁখি, কালো রূপ, নয়নে লাইগাছে রূপ
বিষম-কালি ধুইলে ছাড়ে না
এ গো, বিষম-কালি ধুইলে ছাড়ে না
এ গো, বিষম-কালি ধুইলে ছাড়ে না
না, না, না গো, বন্ধু বিনে প্রাণ বাঁচে না
আমি রবো না, রবো না গৃহে
রবো না, রবো না গৃহে
বন্ধু বিনে প্রাণ বাঁচে না

যদি বন্ধু জলে যাও, ধীরেতে ফেলাইয়ো পাও
আরে, যদি বন্ধু জলে যাও, ধীরেতে ফেলাইয়ো পাও
কাল-ননদী যাইতে দিবে না
এ গো, কাল-ননদী যাইতে দিবে না
এ গো, কাল-ননদী যাইতে দিবে না
না, না, না গো, বন্ধু বিনে প্রাণ বাঁচে না
আমি রবো না, রবো না গৃহে
রবো না, রবো না গৃহে
বন্ধু বিনে প্রাণ বাঁচে না
এ গো, বন্ধু বিনে প্রাণ বাঁচে না
এ গো, বন্ধু বিনে প্রাণ বাঁচে না
না, না, না গো, বন্ধু বিনে প্রাণ বাঁচে না
আমি রবো না, রবো না গৃহে
রবো না, রবো না গৃহে
বন্ধু বিনে প্রাণ বাঁচে না

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists