Selim Chowdhury - Ahare Sonali Bondhu Shuniye Ja Mor Kotha lyrics
Artist:
Selim Chowdhury
album: Hason Rajar Gaan
আহা রে সোনালি বন্ধু
শুনিয়ে যা মোর কথা রে
হাসন রাজার হৃদকমলে
তোমার চাঁনমুখ গাঁথা
আহা রে সোনালি বন্ধু রে
♪
হেরি যবে তব মুখ, এ জনমের যায় দুখ
হেরি যবে তব মুখ, এ জনমের যায় দুখ
উপচিয়ে মনের সুখ জনমের যায় ব্যথা রে
আহা রে সোনালি বন্ধু রে
♪
হাসন রাজা হুতাশ হইয়া আছে তব পানে চাইয়া
হাসন রাজা হুতাশ হইয়া আছে তব পানে চাইয়া
মন প্রাণ সব নিয়া ছাড়িলে মমতা রে
আহা রে সোনালি বন্ধু রে
♪
হাসন রাজা প্রেমিক বলে আইসো প্রেমনাগরী কোলে
হাসন রাজা প্রেমিক বলে আইসো প্রেমনাগরী কোলে
তোমার লাগি প্রাণ জ্বলে প্রেমের বিধাতা রে
আহা রে সোনালি বন্ধু
শুনিয়ে যা মোর কথা রে
হাসন রাজার হৃদকমলে
তোমার চাঁনমুখ গাঁথা
আহা রে সোনালি বন্ধু রে
Поcмотреть все песни артиста
Other albums by the artist