Balam - Dokhina Duar (feat. Julee) lyrics
Artist:
Balam
album: Shapner Prithibi
আকাশ আজ মেঘে ঢাকা,
তোমাতে এ হৃদয় বাঁধনহারা।
চেতনায় ভীষণ একা,
কতদূর তোমার ওই স্বপ্ন জোড়া?
সারাবেলা রিমঝিম সুরে সুরে,
খুঁজে ফিরি ঝর্ণার অভিসারে-
অনুরাগে নির্জন তেপান্তরে হবে দেখা।
সারাবেলা রিমঝিম সুরে সুরে,
খুঁজে ফিরি ঝর্ণার অভিসারে-
অনুরাগে নির্জন তেপান্তরে হবে দেখা।
দক্ষিনা দুয়ার রেখেছি খুলে,
এসোনা আমার প্রেম আঁচলে।
রয়েছি তোমার মনের আড়ালে,
খুঁজে পাবেনা দূরে হারালে।
কত কল্পনাতে কত অপেক্ষাতে,
কত ব্যাকুলতায় চেয়ে থাকা।
সারাবেলা রিমঝিম সুরে সুরে,
খুঁজে ফিরি ঝর্ণার অভিসারে-
অনুরাগে নির্জন তেপান্তরে হবে দেখা।
সারাবেলা রিমঝিম সুরে সুরে,
খুঁজে ফিরি ঝর্ণার অভিসারে-
অনুরাগে নির্জন তেপান্তরে হবে দেখা।
মৌনতা মনে দোলা দিয়ে যায়,
ভাবনা আমার সীমানা হারায়।
কাটেনা সময় একা নীরালায়,
পাব কি তোমায় আমার কবিতায়?
কত কল্পনাতে কত অপেক্ষাতে,
কত ব্যাকুলতায় চেয়ে থাকা।
সারাবেলা রিমঝিম সুরে সুরে,
খুঁজে ফিরি ঝর্ণার অভিসারে-
অনুরাগে নির্জন তেপান্তরে হবে দেখা।
আকাশ আজ মেঘে ঢাকা,
তোমাতে এ হৃদয় বাঁধনহারা।
চেতনায় ভীষন একা,
কতদূর তোমার ঐ স্বপ্নজোড়া?
সারাবেলা রিমঝিম সুরে সুরে,
খুঁজে ফিরি ঝর্ণার অভিসারে-
অনুরাগে নির্জন তেপান্তরে হবে দেখা।
সারাবেলা রিমঝিম সুরে সুরে,
খুঁজে ফিরি ঝর্ণার অভিসারে-
অনুরাগে নির্জন তেপান্তরে হবে দেখা।
Поcмотреть все песни артиста
Other albums by the artist