Pritom Hasan - Tumi Ki Jabe lyrics
Artist:
Pritom Hasan
album: Tumi Ki Jabe
বহুদূরে সাগল নীলে
অচেনা পথ পেরিয়ে
মায়াবী সুখ ফেরারি আমায়
রেখেছে শুধু জড়িয়ে
কীভাবে বলো না বলি ভালোবেসেছি
হৃদয়ে হৃদয় হারিয়ে
অনুভূতিগুলো নেয় যে অজানায় উড়িয়ে
ও, তুমি স্বপ্নচোখে একটু তাকাও
দাও না দু'হাত বাড়িয়ে
সাগর-সমান ভালোবাসা দেবো
তুমি কি যাবে হরিয়ে
হৃদয়ে হৃদয় ভাসিয়ে
♪
চাঁদজাগা জোছনা রাতে
জোনাকীর আলো জ্বালিয়ে
ঘুমহারা গল্পে মেতে
দু'চোখে সুখ ছড়িয়ে
আমায় বলবে তুমি ভালোবেসেছো
নয়নে নয়ন হারিয়ে
আমার অগোছালো শখ যতনে তুমি গুছিয়ে
ও, তুমি স্বপ্নচোখে একটু তাকাও
দাও না দু'হাত বাড়িয়ে
সাগর-সমান ভালোবাসা দেবো
তুমি কি যাবে হরিয়ে
হৃদয়ে হৃদয় ভাসিয়ে
এসো না হাত ধরে অজানা দেই পাড়ি
এসো না আকাশে সাজাই মেঘবাড়ি
হিমালয় হয়ে মন নাচে দাঁড়িয়ে
চলো না চলে যাই কোলাহল পেরিয়ে
ও, তুমি স্বপ্নচোখে একটু তাকাও
দাও না দু'হাত বাড়িয়ে
সাগর-সমান ভালোবাসা দেবো
তুমি কি যাবে হরিয়ে
হৃদয়ে হৃদয় ভাসিয়ে
তুমি কি যাবে হরিয়ে
হৃদয়ে হৃদয় ভাসিয়ে
তুমি কি যাবে হরিয়ে
হৃদয়ে হৃদয় ভাসিয়ে
Поcмотреть все песни артиста
Other albums by the artist