Kishore Kumar Hits

Stoic Bliss - Sample This lyrics

Artist: Stoic Bliss

album: Kolponar Baire (Re-Mastered)


চলে যাবো বহু দূরে
খুঁজেও পাবে না আমায়
শূন্য রবে পৃথিবী তোমার
থেকো আমার এ অপেক্ষায়
রেখেছিলাম তোমায় হৃদয়ের মাঝে
আর কাঁদিয়ে চলে গেলে
নিস্তব্ধ পৃথিবীর উগ্র শাসনে
আমায় তুমি সঁপে দিলে
পাবে না আজ এই মনে তোমার স্মৃতি
সবকিছু মুছে গেছে
ক্ষিপ্ত মস্তিষ্কের নতুন অঙ্গিকার
তোমায় মনে না
তোমায় মনে না
তোমায় মনে না দেখে
বাঁধা নেই আজ কোনো
যেতে হলে চলে যাবো
ছিঁড়ে ফেলো সব ছবি
সব স্মৃতি ভুলে যেয়ো
আর পাবে না আমায় ফিরে কখনো
নীল জোছনায় বসে আমার ছবি আঁকো
রেখেছিলাম আমিও তোমায় সাজিয়ে বুকের মাঝে
দেখো আজ কতো ব্যাবধান আমাদের এই পথে
রেখেছিলাম তোমায় হৃদয়ের মাঝে
আর কাঁদিয়ে চলে গেলে
নিস্তব্ধ পৃথিবীর উগ্র শাসনে
আমায় তুমি সঁপে দিলে

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists