দেখেছিলে সেদিন আমায় রাস্তার ধারে দাঁড়িয়ে চোখের কোনায় পানি নিয়ে তাকিয়ে সেদিকে আনমনে আমি হাত বাড়ালাম তবুও হারালাম সেই পুরোনো কথা দিয়ে নতুন ব্যাথা মনে করে আজ বলতে চাই কখনো কি তুমি দেখেছো আমায় ভুলে যেতে তোমার, ফেলে কোনো কথা তবু দূরে তুমি, কত ছলনায় দেখিয়ে তোমার রূপ,দিয়ে শত ব্যাথা ফিরিয়ে তুমি নাওনি ফিরিয়ে তুমি নাওনি আর কোনোদিন পাবেনা আমায় বলে দাও বিদায় ফিরিয়ে তুমি নাওনি তুমি নাওনি আর কোনোদিন পাবেনা আমায় দাও বিদায় পেয়েছিলাম তোমায় আমি একাকি এই নীল শহরে হাতে গড়া ভালোবাসা ধুলিস্যাৎ এক প্রহরে আমি ফিরে তাকালাম তবু কাছে না পেলাম সেই পুরনো কথা দিয়ে নতুন ব্যাথা মনে করে আজ বলতে চাই কখনো কি তুমি দেখেছো আমায় ভুলে যেতে তোমার, ফেলে কোনো কথা তবু দূরে তুমি, কত ছলনায় দেখিয়ে তোমার রূপ,দিয়ে শত ব্যাথা ফিরিয়ে তুমি নাওনি ফিরিয়ে তুমি নাওনি আর কোনোদিন পাবেনা আমায় বলে দাও বিদায় ফিরিয়ে তুমি নাওনি তুমি নাওনি আর কোনোদিন পাবেনা আমায় দাও বিদায় এ প্রনয় এ ঘটা যত ভুল শুনে রাখো, সবই তোমার সব ভুল তোমার কখনো কি তুমি দেখেছো আমায় ভুলে যেতে তোমার, ফেলে কোনো কথা তবু দূরে তুমি, কত ছলনায় দেখিয়ে তোমার রূপ,দিয়ে শত ব্যাথা ফিরিয়ে তুমি নাওনি ফিরিয়ে তুমি নাওনি আর কোনোদিন পাবেনা আমায় বলে দাও বিদায়