ব্যাথার সমুদ্রে আমায় ভাসিয়ে সাঁতরে সে একা হয়েছে পার দু'চোখ যে দিকে যাবে, দু'পা বাড়িয়ে তেপান্তর পেরিয়ে সন্ধানে তার তার দেখা না পেয়ে আমি খুব ক্লান্ত বুকে জড়িয়ে আবার হতে চাই শান্ত ফিরবো না নীড়ে, হারাই যদি আঁধারে কোথায় বলো খুঁজি তারে? ফিরবো না নীড়ে, হারাই যদি আঁধারে কোথায় বলো খুঁজি তারে? কোথায় বলো খুঁজি তারে? জ্বলে না সেই আলো আমারই শহরে সে থামেনি পথে, দেখেনি আর ফিরে জমা অভিমান গুলো বাতাসে উড়ে তাকে নিয়ে হারায় অন্য শহরে তার দেখা না পেয়ে আমি খুব ক্লান্ত বুকে জড়িয়ে আবার হতে চাই শান্ত ফিরবো না নীড়ে, হারাই যদি আঁধারে কোথায় বলো খুঁজি তারে? ফিরবো না নীড়ে, হারাই যদি আঁধারে কোথায় বলো খুঁজি তারে? কোথায় বলো খুঁজি তারে? কল্পনায় রাত গুলো তার মনে কি পড়ে? জোছনায় হেঁটেছি তার হাত ধরে পুরোনো স্মৃতিগুলো চোখে ভিড় করে সে তো ডাকে না আর প্রিয় নাম ধরে তার দেখা না পেয়ে আমি খুব ক্লান্ত বুকে জড়িয়ে আবার হতে চাই শান্ত ফিরবো না নীড়ে, হারাই যদি আঁধারে কোথায় বলো খুঁজি তারে? ফিরবো না নীড়ে, হারাই যদি আঁধারে কোথায় বলো খুঁজি তারে? কোথায় বলো খুঁজি তারে?