যদি দেখা না হয় যদি কথা না হয় যদি চলে যাই ভুল পথ ধরে যদি এসে না পাও যদি শূন্য শূন্য লাগে তবে রেখো চিরকুট চেনা অক্ষরে আমি হারাবো বলে এসেছি পা বাড়াবো বলে হেঁটেছি দাঁড়াবো বলে ভাবিনি তাই হারাই, আমি হারাই, হারাই, শুধু হারাই তোমার গল্পে কোথাও আমি নাই হারাই, আমি হারাই, হারাই, শুধু হারাই তোমার গল্পে কোথাও আমি নাই যদি দেয়াল ভাঙে ভাঙে খেয়াল তোমার যদি কখনো পড়ো তুমি মনভাঙা ঝড়ে যদি ফিরেই যাবে যদি কান্না কান্না লাগে তবে রেখো দু'চোখ আড়াল করে আমি হারাবো বলে এসেছি পা বাড়াবো বলে হেঁটেছি দাঁড়াবো বলে ভাবিনি তাই হারাই, আমি হারাই, হারাই, শুধু হারাই তোমার গল্পে কোথাও আমি নাই হারাই, আমি হারাই, হারাই, শুধু হারাই তোমার গল্পে কোথাও আমি নাই ♪ আজও কিছু ভুল, কিছু ঠিক চেনা কাক, শহুরে শালিক নাম ধরে বলে যায় রোজ তুমি নেই, তুমি যে নিখোঁজ আমি হারাবো বলে এসেছি পা বাড়াবো বলে হেঁটেছি দাঁড়াবো বলে ভাবিনি তাই হারাই, আমি হারাই, হারাই, শুধু হারাই তোমার গল্পে কোথাও আমি নাই হারাই, আমি হারাই, হারাই, শুধু হারাই তোমার গল্পে কোথাও আমি নাই যদি দেখা না হয় যদি কথা না হয় যদি চলে যাই ভুল পথ ধরে যদি এসে না পাও যদি শূন্য শূন্য লাগে তবে রেখো চিরকুট চেনা অক্ষরে