Kishore Kumar Hits

Tahsan - Amar Prithibi lyrics

Artist: Tahsan

album: Best of Tahsan


Thank you
So, অনেক অনেক মৃত্যুর পর শান্তি ফিরবে একদিন
আমরা যারা গান গাই, গান লিখি
আমরা আসলে কিন্তু খুবই অসহায় একটা মানুষ
আমরা গান গেয়ে কি পৃথিবীতে যুদ্ধ থামাতে পারি আসলে?
পারি না
আমার first album এর একটা গান ছিল 'কিছু শিহরণ'
যে, গান গেয়ে আমি কী দিতে পারি?
গান গেয়ে তো আসলে একটু মনের শান্তির খোরাক দিতে পারি
কিন্তু আজকে পৃথিবীতে বিভিন্ন জায়গায় যুদ্ধবিগ্রহ
এগুলো কি আসলে থামে?
আমরা যুদ্ধ থামাবার গান গাই
যুদ্ব থামাবার কথা লিখি
কিন্তু আসলে যুদ্ধ থামাতে পারি কি?
পারি না
এই যে অসহায়ত্ব, ওই অসহায়ত্ব থেকে এই গানটা লেখা
কিন্তু আমরা আশাবাদী মানুষ
কারণ একটা সময় হয়তো আজ থেকে
কয়েকশো বছর আগে পৃথিবীতে কি
যে ধরনের সহিংসতা ছিল
সেখান থেকে কি কমেছে না বেড়েছে যদি আমরা দেখি
সামগ্রিকভাবে অনেকে হয়তো ভাববেন যে আমরা সভ্য হয়েছি
সহিংসতা কমছে, কিন্তু আসলে কিন্তু যেই জায়গায় আমরা পৌঁছাতে চাই
সেখানে পৌঁছাতে পারিনি
So, আমরা আশাবাদী, আমরা ভালোর দিকে যাচ্ছি
কিন্তু এখনো অনেক দূর পথ বাকি
অনেক অনেক মৃত্যুর পর হয়তো একদিন
মানুষের বোধদয় হবে যে পৃথিবীতে আসলে যুদ্ধবিগ্রহের প্রয়োজন নেই
"মানুষ" গানটা জুবায়ের ইমনের লেখা
আমার জীবনের যেসব মানুষ
অসম্ভব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে
বেড়ে ওঠার সময়, তার মাঝে উনি একজন
আপনারা তাকে চেনেন, "ব্ল্যাক" এর বেশ সব গান
বেশির ভাগ গানই তারই লেখা ছিল
এছাড়াও আমার জীবনে বেড়ে ওঠার আসার সময় যত বই পড়া
ওনার বাসা থেকেই বইগুলো নিয়ে বই পড়া
So, এখনো যখন ওনার লেখা গান গুলো গাই
It takes me back to that time
যখন আসলে কখন ওনার বাসায় যাব
কখন ওনার সাথে আড্ডা দেবো
কখন ওনার বইগুলো নিয়ে আসব
I really miss him
And, এই ধরণের মানুষ পৃথিবীতে অনেক কম
নির্মোহ মানুষ, সারাজীবন বই পড়ে গেছেন, বই লিখে গেছেন
লেখালেখি করে গেছেন
So, ওনার এই যে কথাটা
উনি গান গাইতেন না, কিন্তু একজন songwriter হিসেবে
আমার সবচেয়ে প্রাণের কাছের মানুষ, জুবায়ের ইমন
আজকে ওনার কয়েকটা গান আমি করব
But আপনারা আমার যারা Instagram-এর পোস্ট দেখেছেন
তারা জানেন যে 20 hits লেখা আছে
মানে around ২০ টার মত গান করতে চাই
Usually এতো গান করতে পারি না concert-এ
But যেহেতু একা গান গাচ্ছি
আজকে একটু বেশি সময় নিয়ে বেশি গান করব
এবার যেই গানটা করব এই গানটা
যেহেতু পুরনো গান দিয়ে শুরু করেছি, পুরনো থেকেই শুরু করি
এবার যেই গানটা করব এই গানটা লেখা ইমন ভাইয়েরই
গানের সুর করেছিলাম আমি আর জন
আজ থেকে অনেক বছর আগে
It was magic যখন আমরা গানটা করেছিলাম
গানটার নাম হচ্ছে 'আমার পৃথিবী'
অনেকগুলো, অনেকভাবে অনেক version হয়েছে
But original version-টা is still আমার favorite
Recently আমি একটু different chord progression-এ করার চেষ্টা করেছি
দেখি আপনাদের কেমন লাগে
আমার সাথে গাইতে পারেন কিন্তু, হ্যাঁ?
যেহেতু আরো instruments নেই, আপনাদের voice ভাল্লাগবে
মনে হচ্ছে বাসার পিয়ানোতেই বাজাচ্ছি

ছায়ারা সরে যাবে, জানি সূর্য উঠবে
মৃত সব গাছের নিচে আগুন জ্বলবে
বুকের গভীরে নদী, কুয়াশা, কুয়াশা
পাথরের উপর বসে দেখছি এ সবই
তাকিয়ে আছে মৃত্যুর এপারে

জীবনের সুতীব্র উল্লাসে দেখি আমি
সাদা রোদে ভাসছে সবই
সাদা রোদে ভাসছে সবই
পায়ে পায়ে ফিরে আসি আবার
নিভৃতে বুনি দুঃখের গান
অনন্ত আগুনে পুড়ে অনিদ্র চোখ
আমার বিবেক পোড়ে সূর্যের নিচে
তাকিয়ে আছে মৃত্যুর এপারে

জীবনের সুতীব্র উল্লাসে দেখি আমি
সাদা রোদে ভাসছে সবই
সাদা রোদে ভাসছে সবই
সাদা রোদে ভাসছে সবই
Thank you

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists