Kishore Kumar Hits

Tahsan - Manush lyrics

Artist: Tahsan

album: Best of Tahsan


Ringer গুলো একটু off করতে হবে

এই গানটা কখনও concert এ usually করা হয় না
আজকে করছি যে কারণে সেটা হচ্ছে যে
গানের কথাগুলো আসলেই আজকের জন্য খুবই appropriate
গানের কথাগুলো লিখেছেন যুবায়ের ইমন
আজ থেকে প্রায় ২১ বছর আগে
গানটার নাম হচ্ছে 'মানুষ'
Black এর first album এ গানটা ছিল
আমার সুর করা এবং গাওয়া
গানটা কেন আজকের জন্য appropriate
গানটা শুরু হলেই হয়তো বুঝতে পারবেন

কারো, কারো চোখে দেখি ঘৃণা
কারো বুকের গভীরে থাকে সুখ
বিপরীত এই স্রোতের পাশে বন্দি আমরা
কেবলই যুদ্ধের আয়োজন করে চলেছি
অনেক অনেক মৃত্যুর পর
শান্তি ফিরবে একদিন
ক্রমাগত ঘৃণায় পুড়ে
মানুষ হবে নিষ্প্রাণ
অনেক অনেক মৃত্যুর পর
শান্তি ফিরবে একদিন

তবুও মানুষ জানি স্বপ্নময় স্বাধীন
আর সে থাকবে না পরান-পরাধীন
মানুষ ফিরে পাবে তার ঠিকানা, তার আশ্রয়
নিয়তির বিরুদ্ধে লড়ে যায় সোনালি মানুষ
একদিন চলে যাবে সূর্যের খুব কাছে
অনেক অনেক মৃত্যুর পর
শান্তি ফিরবে একদিন
ক্রমাগত ঘৃণায় পুড়ে
মানুষ হবে নিষ্প্রাণ
অনেক অনেক মৃত্যুর পর
শান্তি ফিরবে এক-একদিন

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists