Tahsan - Smritir Fanush lyrics
Artist:
Tahsan
album: Smritir Fanush
যদি কখনো মনের ভুলে ভুল করে
আমায় মনে পড়ে যায়
খুঁজে দেখো, পাবে ঠিকই আমাকে
ওই আকাশের তারায়
একটু সময় দিও আমায়
সঙ্গে তোমার
ওড়াবো স্মৃতির ফানুশ
তোমারই আঁচলে ঘুমিয়ে আদরের রাত
সে রাতগুলো কোথায় হারালে?
তোমারই আঁচলে ঘুমিয়ে আদরের রাত
সে রাতগুলো কোথায় হারালেম?
চেনা মোহনাতে ফিরে এসো
স্মৃতির ফানুশ দেখো
আজও তোমায় ডাকে
দেখো ডাকে (দেখো ডাকে)
দেখো ডাকে (দেখো ডাকে)
দেখো ডাকে (দেখো ডাকে)
♪
ভুল করে আর স্বপ্ন দেখি না
ভুল করে আর ফানুশ উড়াই না
একটু সময় এতো কি বেশি
স্বপ্নে তোমায় আমি তো চাইতেই পারি
তোমারই আঁচলে ঘুমিয়ে আদরের রাত
সে রাতগুলো কোথায় হারালে?
তোমারই আঁচলে ঘুমিয়ে আদরের রাত
সে রাতগুলো কোথায় হারালেম?
চেনা মোহনাতে ফিরে এসো
স্মৃতির ফানুশ দেখো আজও তোমায় ডাকে
চেনা মোহনাতে ফিরে এসো
স্মৃতির ফানুশ দেখো আজও তোমায় ডাকে
Поcмотреть все песни артиста
Other albums by the artist