কিছু স্বপ্ন পায় না পথের ঠিকানা কিছু আঁধার ছুঁবে সে সীমানা ছুটেছি যে পথে আমি জানি না তার শেষ কোথায় আলো-আঁধার খেলা করে স্বপ্নেরই সেই ঠিকানায় তবু কিছু আশা রেখেছি যত্ন করে কিছু স্বপন রেখেছি আমি মুঠোভরে ♪ কাঁটার সাথে করেছি সন্ধি আমি কখনো ছুঁয়ো না সে সীমানা, একাই সইবো আমি ব্যথার পাহাড় এখানে থাক, বইবো আমি কখনো খুঁজো না সে ঠিকানা, একাকী রইবো আমি চলার পথে ক্লান্ত হলে ছায়া হয়ে রবো তোমার দুঃখ-শোকের দীর্ঘ রাতে ছুঁয়ে যাবো এ হৃদয় তোমার তবু আমি যেতে চাই হেঁটে একলা পথে চাই না তোমায় ছুঁয়ে যাক দুঃখ শত তবু কিছু আশা রেখো তুমি যত্ন করে কিছু স্বপন রেখো তুমি আমায় ঘিরে