এই সবুজে কী খোঁজে এই মন নীল আকাশের সীমানায় বাতাসে যে কীসের মুখরিত আলাপন শুনি পেতে কান নিরালায় না চেনা ফুলেদের সুরভী ছুঁয়ে যায় পাখিদের কূজনে কী যে শোনায় হে জীবন জড়িয়ে রাখো আমায় ভালোবাসায় ও জীবন ছুঁয়ে থাকো নতুন স্বপ্ন আশায় এই পথ ছুটে চলেছে যাক না যতটা দূর যেতে সে চায় ফিরবার তাড়া তো নেই আমার ভুলেছি ঠিকানা ভুলেছি পিছুটান, শুনেছি আহ্বান হৃদয়ের তাই ফিরে যাবো না হে জীবন জড়িয়ে রাখো আমায় ভালোবাসায় ও জীবন ছুঁয়ে থাকো নতুন স্বপ্ন আশায় কোনোদিন যদি আমি এভাবে হারাই ঠিকানা ছিঁড়ে ফেলে যদি চাও, খুঁজে দেখো তোমারই মনে উদাসী বিকেলে আমারই এ গানে মগন বিজনে আমি যে হারিয়েছি নিজেকে হে জীবন জড়িয়ে রাখো আমায় ভালোবাসায় ও জীবন ছুঁয়ে থাকো নতুন স্বপ্ন আশায় হে জীবন জড়িয়ে রাখো আমায় ভালোবাসায় ও জীবন ছুঁয়ে থাকো নতুন স্বপ্ন আশায়