Kishore Kumar Hits

Ferdous Ara - O Kul Vanga Nodire lyrics

Artist: Ferdous Ara

album: Poth hara pakhi


ও কূলভাঙা নদী রে
আমার চোখের নীর এনেছি
মেশাতে তোর নীরে
ও কূলভাঙা নদী রে

যে লোনাজলের সিন্ধুতে, নদী
নিতি তব আনাগোনা
যে লোনাজলের সিন্ধুতে, নদী
নিতি তব আনাগোনা
মোর চোখের জল লাগবে না, ভাই
তার চেয়ে বেশি লোনা
মোর চোখের জল লাগবে না, ভাই
তার চেয়ে বেশি লোনা
আমায় কাঁদতে দেখে আসবিনে তুই রে
কাঁদতে দেখে আসবিনে তুই রে
উজান বেয়ে ফিরে, নদী
উজান বেয়ে ফিরে
ও কূলভাঙা নদী রে

আমার মন বোঝে না, নদী
আমার মন বোঝে না, নদী
তাই বারে বারে আসি ফিরে তোর কাছে নিরবধি
আমার মন বোঝে না, নদী
তোরই অতল তলে ডুবিতে চাই রে
অতল তলে ডুবিতে চাই রে
তুই ঠেলে দিস তীরে, ওরে
তুই ঠেলে দিস তীরে
ও কূলভাঙা নদী রে
আমার চোখের নীর এনেছি
মেশাতে তোর নীরে
ও কূলভাঙা নদী রে

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists