Kishore Kumar Hits

Purabi Dutta - Tumi Jodi Radha Hote Shyam lyrics

Artist: Purabi Dutta

album: Shiulitalay Bhorbelaa


শ্যাম, তুমি যদি রাধা হতে, শ্যাম
শ্যাম, তুমি যদি রাধা হতে, শ্যাম
আমারি মতন দিবস-নিশি
আমারি মতন দিবস-নিশি জপিতে শ্যাম-নাম
তুমি যদি রাধা হতে, শ্যাম
কৃষ্ণ-কলঙ্কেরি জ্বালা মনে হত মালতীর মালা
কৃষ্ণ-কলঙ্কেরি জ্বালা মনে হত মালতীর মালা
চাহিয়া কৃষ্ণ-প্রেম জনমে জনমে
চাহিয়া কৃষ্ণ-প্রেম জনমে জনমে আসিতে ব্রজধাম
তুমি যদি রাধা হতে শ্যাম
কত অকরুণ তব বাঁশরির সুর
কত অকরুণ তব বাঁশরির সুর
তুমি হইলে শ্রীমতী ব্রজ-কুলবতী
হইলে শ্রীমতী ব্রজ-কুলবতী বুঝিতে নিঠুর
যে কাঁদনে কাঁদায়েছ মোরে
আমি কাঁদাতাম তেমন করে
যে কাঁদনে কাঁদায়েছ মোরে
আমি কাঁদাতাম তেমন করে
বুঝিতে কেমন লাগে এ গুরু-গঞ্জনা
বুঝিতে কেমন লাগে এ গুরু-গঞ্জনা
এ প্রাণ-পোড়ানি অবিরাম
তুমি যদি রাধা হতে, শ্যাম
শ্যাম, তুমি যদি রাধা হতে, শ্যাম

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists