Kishore Kumar Hits

Purabi Dutta - Eso Hey Sajal Shyam Ghana Deya lyrics

Artist: Purabi Dutta

album: Shiulitalay Bhorbelaa


এসো হে সজল শ্যাম ঘন দেয়া
এসো হে সজল শ্যাম ঘন দেয়া
বেণু-কুঞ্জ-ছায়ে এসো তাল-তমাল বনে
এসো শ্যামল ফুটাইয়া যূথী কুন্দ নীপ কেয়া
এসো হে সজল শ্যাম ঘন দেয়া

বারিধারে এসো চারিধার ভাসায়ে
বিদ্যুৎ ইঙ্গিতে দশদিক হাসায়ে
বারিধারে এসো চারিধার ভাসায়ে
বিদ্যুৎ ইঙ্গিতে দশদিক হাসায়ে
বিরহী মনে জ্বালায়ে আশার আলেয়া
ঘন দেয়া, মোহনীয়া, শ্যাম পিয়া
এসো হে সজল শ্যাম ঘন দেয়া

শ্রাবণ বরিষণ হরষণ ঘনায়ে
এসো নব ঘন শ্যাম নূপুর শুনায়ে
শ্রাবণ বরিষণ হরষণ ঘনায়ে
এসো নব ঘন শ্যাম নূপুর শুনায়ে
হিজল তমাল ডালে ঝুলন ঝুলায়ে
তাপিতা ধরার চোখে অঞ্জন বুলায়ে
যমুনা স্রোতে ভাসায়ে প্রেমের খেয়া
ঘন দেয়া, বাঁশুরিয়া, শ্যাম পিয়া
এসো হে সজল শ্যাম ঘন দেয়া
এসো হে সজল শ্যাম ঘন দেয়া

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists