জানি জানি তুমি আসিবে ফিরে
আবার উঠিবে চাঁদ নিরাশা তিমিরে
জানি জানি তুমি আসিবে ফিরে
আবার উঠিবে চাঁদ নিরাশা তিমিরে
জানি জানি তুমি আসিবে ফিরে
♪
নিঝুম কাননে থাকি
ডাকিবে গানের পাথি
নিঝুম কাননে থাকি
ডাকিবে গানের পাথি
দখিনা সমীরণ আবার বহিবে ধীরে
জানি জানি তুমি আসিবে ফিরে
♪
আবার গাঙের জলে বহিবে জোয়ার
জ্বলিবে আশার দীপ, রবে না আঁধার
তোমারি পরশ লেগে
ঘুম মোর যাবে ভেঙে
তোমারি পরশ লেগে
ঘুম মোর যাবে ভেঙে
একদা প্রভাতে প্রিয় আকুল নয়ন-নীরে
জানি জানি তুমি আসিবে ফিরে
আবার উঠিবে চাঁদ নিরাশা তিমিরে
জানি জানি তুমি আসিবে ফিরে
Поcмотреть все песни артиста
Other albums by the artist