Kishore Kumar Hits

Purabi Dutta - Ogo Sundar Tumi Asibe Boliya lyrics

Artist: Purabi Dutta

album: Jhum Jhumraa Naachtey


ওগো সুন্দর, তুমি আসিবে বলিয়া বনপথে পড়ে ঝরি
রাঙা অশোকের মঞ্জরি
হাসে বনদেবী বেণীতে জড়ায়ে মালতীর বল্লরী
নব কিশলয় পরি

কুমুদী-কলিকা ঈষৎ হেলিয়া
চাঁদেরে নেহারি হাসে মুচকিয়া
কুমুদী-কলিকা ঈষৎ হেলিয়া
চাঁদেরে নেহারি হাসে মুচকিয়া
মহুয়ার বনে ভ্রমর-ভ্রমরী ফিরিতেছে গুঞ্জরি
ওগো সুন্দর, তুমি আসিবে বলিয়া বনপথে পড়ে ঝরি

যাহা কিছু হেরি ভাল লাগে আজ লুকাইতে না'রি হাসি
কাজ করি আর শুনি যেন কানে মিঠে পাহাড়িয়া বাঁশি
মিঠে পাহাড়িয়া বাঁশি
এক শাড়ি রাখি পরি আর শাড়ি
বারে বারে মুখ মুকুরে নেহারি
দুরু দুরু হিয়া উঠে চমকিয়া, অকারণে লাজে মরি
ওগো সুন্দর, তুমি আসিবে বলিয়া বনপথে পড়ে ঝরি
রাঙা অশোকের মঞ্জরি

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists