আধো রাতে যদি ঘুম ভেঙে যায়, চাঁদ নেহারিয়া প্রিয় মোরে যদি মনে পড়ে, বাতায়ন বন্ধ করিয়া দিও আধো রাতে যদি ঘুম ভেঙে যায়, চাঁদ নেহারিয়া প্রিয় সুরের ডুরিতে জপমালা সম তব নাম গাঁথা ছিল প্রিয়তম দুয়ারে ভিখারি গাহিলে সে গান, তুমি ফিরে না চাহিও আধো রাতে যদি ঘুম ভেঙে যায়, চাঁদ নেহারিয়া প্রিয় অভিশাপ দিও, বকুল-কুঞ্জে যদি কুহু গেয়ে ওঠে চরণে দলিও সেই যুঁই গাছে আর যদি ফুল ফোটে অভিশাপ দিও মোর স্মৃতি আছে যা কিছু যেথায় যেন তাহা চির-তরে যায় মুছে যায় যে ছবি ভাঙিয়া ফেলেছ ধূলায়, আর তুলে নাহি নিও মোরে যদি মনে পড়ে, বাতায়ন বন্ধ করিয়া দিও আধো রাতে যদি ঘুম ভেঙে যায়, চাঁদ নেহারিয়া প্রিয়