Kishore Kumar Hits

Purabi Dutta - Bel Phool Ene Dao lyrics

Artist: Purabi Dutta

album: Prodip Nibhaye Dao (Songs of Kazi Nazrul)


বেল ফুল এনে দাও, চাই না বকুল
চাই না হেনা, আনো আমের মুকুল
বেল ফুল এনে দাও, চাই না বকুল
চাই না হেনা, আনো আমের মুকুল
বেল ফুল এনে দাও, চাই না বকুল

গোলাপ বড়ো গরবী, এনে দাও কবরী
গোলাপ বড়ো গরবী, এনে দাও কবরী
চাইতে যুথী আনলে টগর, এ কি গো ভুল
চাইতে যুথী আনলে টগর, এ কি গো ভুল
বেল ফুল এনে দাও, চাই না বকুল

কি হবে কেয়া, দেয়া নাই গগনে
আনো সন্ধ্যামালতী গোধুলী-লগনে
কি হবে কেয়া, দেয়া নাই গগনে
কি হবে কেয়া, দেয়া নাই গগনে
আনো সন্ধ্যামালতী গোধুলী-লগনে
কি হবে কেয়া, দেয়া নাই গগনে
গিরি-মল্লিকা কই, চামেলী পেয়েছে সই
গিরি-মল্লিকা কই, চামেলী পেয়েছে সই
চাঁপা এনে দাও, নয় বাঁধব না চুল
চাঁপা এনে দাও, নয় বাঁধব না চুল
বেল ফুল এনে দাও, চাই না বকুল
চাই না হেনা, আনো আমের মুকুল
বেল ফুল এনে দাও, চাই না বকুল

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists