Kishore Kumar Hits

Purabi Dutta - Ami Krishnachura lyrics

Artist: Purabi Dutta

album: Modir Ankhir Sudhay Saki


আমি কৃষ্ণচূড়া হতাম যদি
আমি হতাম ময়ূর পাখা
সখা হে, হতাম ময়ূর পাখা
তোমার বাঁকা চূড়ায় শোভা পেতাম
বাঁকা চূড়ায় শোভা পেতাম
ওগো শ্যামল বাঁকা
আমি কৃষ্ণচূড়া হতাম যদি
আমি হতাম ময়ূর পাখা

আমি হলে গোপীচন্দন শ্যাম, অলকা-তিলকা হতাম
আমি হলে গোপীচন্দন শ্যাম, অলকা-তিলকা হতাম
শ্যাম চাঁদমুখে অলকা-তিলকা হতাম
শ্যাম চাঁদমুখে অলকা-তিলকা হতাম
শ্রীঅঙ্গের পরশ পেতাম
শ্রীঅঙ্গের পরশ পেতাম হলে কদম শাখা
আমি কৃষ্ণচূড়া হতাম যদি
আমি হতাম ময়ূর পাখা
আমি বৃন্দাবনে বন কুসুম হতাম যদি কালা
তোমার কণ্ঠ ধরে ঝরে যেতাম
কণ্ঠ ধরে ঝরে যেতাম হয়ে বনমালা
আমি নূপুর যদি
আমি নূপুর যদি হতাম, হরি
নূপুর যদি
আমি নূপুর যদি হতাম, হরি
কাঁদিতাম, কাঁদিতাম, ওই শ্রীচরণ ধরি কাঁদিতাম
ব্রজধুলি হলে রইত বুকে চরণ-চিহ্ন আঁকা
আমি কৃষ্ণচূড়া হতাম যদি
আমি হতাম ময়ূর পাখা
সখা হে, হতাম ময়ূর পাখা

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists