Kishore Kumar Hits

Purabi Dutta - Kholo Kholo Kholo Go Dwar lyrics

Artist: Purabi Dutta

album: Modir Ankhir Sudhay Saki


খোল খোল খোল গো দুয়ার
খোল খোল খোল গো দুয়ার
নীল ছাপিয়া এল চাঁদের জোয়ার
নীল ছাপিয়া এল চাঁদের জোয়ার
খোল খোল খোল গো দুয়ার
খোল খোল খোল গো দুয়ার

সঙ্কেত-বাঁশরি বনে বনে বাজে
সঙ্কেত-বাঁশরি বাজে
বাঁশরি বাজে, বাজে
সঙ্কেত-বাঁশরি বনে বনে বাজে
বনে বনে বাজে
মনে মনে বাজে
সজিয়াছে ধরণী অভিসার-সাজে
নাগর-দোলায় দুলে সাগর পাথার
নাগর-দোলায় দুলে সাগর পাথার
খোল খোল খোল গো দুয়ার
খোল খোল খোল গো দুয়ার

জেগে ওঠে কাননে, ডেকে ওঠে পাখি
চোখ গেল, চোখ গেল, চোখ গেল
অসহ রূপের দাহে ঝলসি গেল আঁখি
চোখ গেল, চোখ গেল, চোখ গেল
জেগে ওঠে কাননে, ডেকে ওঠে পাখি
চোখ গেল, চোখ গেল, চোখ গেল
অসহ রূপের দাহে ঝলসি গেল আঁখি
চোখ গেল, চোখ গেল, চোখ গেল
ঘুমন্ত যৌবন, তনু মন, জাগো
ঘুমন্ত যৌবন, জাগো
জাগো, জাগো, জাগো
জাগো, জাগো
ঘুমন্ত যৌবন, তনু মন, জাগো
সুন্দরী, সুন্দর-পরশন মাগো
চল বিরহিণী অভিসারে বঁধুয়ার
খোল খোল খোল গো দুয়ার
খোল খোল খোল গো দুয়ার
নীল ছাপিয়া এল চাঁদের জোয়ার
নীল ছাপিয়া এল চাঁদের জোয়ার
খোল খোল খোল গো দুয়ার
খোল খোল খোল গো দুয়ার
খোল খোল খোল গো দুয়ার

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists