Kishore Kumar Hits

Purabi Dutta - Keno Asile Bhalobasile lyrics

Artist: Purabi Dutta

album: Modir Ankhir Sudhay Saki


কেন আসিলে, ভালোবাসিলে
দিবে না ধরা জীবনে যদি
কী কালো চোখে মিশায়ে মদির
চাহিলে কেন গো বে-দরদী
কেন আসিলে
ছিনু আচেতন আপনা নিয়ে
কেন জাগালে আঘাত দিয়ে
ছিনু আচেতন আপনা নিয়ে
কেন জাগালে আঘাত দিয়ে
তব আঁখিজল, সে কি শুধু ছল
এ কি মরু হায় নয় জলধি
কেন আসিলে, ভালোবাসিলে
দিবে না ধরা জীবনে যদি
ওগো, কত জনমের কত সে কাঁদন
করে হাহাকার বুকেরই তলায়
কত নিরাশা, কত অভিমান
ফেনায়ে ওঠে গভীর ব্যথায়
মিলন হবে কোথা সে কবে
মিলন হবে কোথা সে কবে
কাঁদিছে সাগর স্মরিয়া নদী
কেন আসিলে, ভালোবাসিলে
দিবে না ধরা জীবনে যদি
কী কালো চোখে মিশায়ে মদির
চাহিলে কেন গো বে-দরদী
কেন আসিলে, ভালোবাসিলে
দিবে না ধরা জীবনে যদি

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists