Prasun Mukherjee - Jagoroney Jai Babhabori lyrics
Artist:
Prasun Mukherjee
album: Akash Bhora Surjo Tara
জাগরণে যায় বিভাবরী
আঁখি হতে ঘুম নিল হরি
কে নিল হরি
মরি মরি
জাগরণে যায় বিভাবরী
♪
যার লাগি ফিরি একা একা
আঁখি পিপাসিত, নাহি দেখা
যার লাগি ফিরি একা একা
আঁখি পিপাসিত, নাহি দেখা
তারি বাঁশি, ওগো, তারি বাঁশি
তারি বাঁশি বাজে হিয়া ভরি
মরি মরি
জাগরণে যায় বিভাবরী
♪
বাণী নাহি, তবু কানে কানে
কী যে শুনি
কী যে শুনি তাহা কে বা জানে
বাণী নাহি, তবু কানে কানে
কী যে শুনি
কী যে শুনি তাহা কে বা জানে
এই হিয়া ভরা বেদনাতে
বারি ছলছল আঁখিপাতে
এই হিয়া ভরা বেদনাতে
বারি ছলছল আঁখিপাতে
ছায়া দোলে, তারি ছায়া দোলে
ছায়া দোলে দিবানিশি ধরি
মরি মরি
জাগরণে যায় বিভাবরী
আঁখি হতে ঘুম নিল হরি
কে নিল হরি
মরি মরি
জাগরণে যায় বিভাবরী
Поcмотреть все песни артиста
Other albums by the artist