Kishore Kumar Hits

Soumitra Chatterjee - Hathat Dekha lyrics

Artist: Soumitra Chatterjee

album: Duranta Asha - Recitations By Soumitra Chatterjee


রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা
ভাবিনি সম্ভব হবে কোনদিন
আগে ওকে বারবার দেখেছি
লাল রঙের শাড়িতে
ডালিম-ফুলের মত রাঙা
আজ পরেছে কালো রেশমের কাপড়
আঁচল তুলেছে মাথায়
দোলন-চাঁপার মত চিকন-গৌর মুখখানি ঘিরে
মনে হল, কালো রঙের একটা গভীর দূরত্ব
ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে
যে দূরত্ব সর্ষেখেতের শেষ সীমানায়
শালবনের নীলাঞ্জনে
থমকে গেল আমার সমস্ত মনটা
চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে
হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে
আমাকে করলে নমস্কার
সমাজবিধির পথ গেল খুলে
আলাপ করলেম শুরু
কেমন আছো, কেমন চলছে সংসার
ইত্যাদি
সে রইল জানালার বাইরের দিকে চেয়ে
যেন কাছের-দিনের-ছোঁয়াচ-পার-হওয়া চাহনিতে
দিলে অত্যন্ত ছোটো দুটো-একটা জবাব
কোনটা বা দিলেই না
বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়
কেন এসব কথা
এর চেয়ে অনেক ভাল চুপ করে থাকা
আমি ছিলেম অন্য বেঞ্চিতে ওর সাথিদের সঙ্গে
এক সময়ে আঙুল নেড়ে জানালে কাছে আসতে
মনে হল কম সাহস নয়
বসলুম ওর এক বেঞ্চিতে
গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে
"কিছু মনে কোরো না
সময় কোথা সময় নষ্ট করবার
আমাকে নামতে হবে পরের স্টেশনেই
দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই
তাই, যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে
শুনব তোমার মুখে
সত্য করে বলবে তো?"
আমি বললেম, "বলব"
বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধোল
"আমাদের গেছে যে দিন
একেবারেই কি গেছে
কিছুই কি নেই বাকি?"
একটুকু রইলেম চুপ করে
তারপর বললেম
"রাতের সব তারাই আছে
দিনের আলোর গভীরে"
খটকা লাগল, কী জানি বানিয়ে বললেম না কি
ও বললে, "থাক এখন যাও ও দিকে"
সবাই নেমে গেল পরের স্টেশনে
আমি চললেম একা

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists