Kishore Kumar Hits

Soumitra Chatterjee - Ghumaye Poribo Aami lyrics

Artist: Soumitra Chatterjee

album: Aabar Asiba Phire


ঘুমায়ে পড়িব আমি একদিন তোমাদের নক্ষত্রের রাতে
শিয়রে বৈশাখ মেঘ শাদা-শাদা যেন কড়ি-শঙ্খের পাহাড়
নদীর ওপার থেকে চেয়ে রবে, কোনো এক শঙ্খবালিকার
ধূসর রূপের কথা মনে হবে এই আম জামের ছায়াতে
কবে যেন তারে আমি দেখিয়াছি, কবে যেন রাখিয়াছি হাতে তার হাতে
কবে যেন তারপর শ্মশান চিতায় তার হাড় ঝরে গেছে
কবে যেন, এ জনমে নয় যেন, এই পাড়াগাঁর পথে তবু ৩০০ বছর আগে
হয়তো বা আমি তার সাথে কাটায়েছি
৫০০ বছর আগে হয়তো বা, ৭০০ বছর কেটে গেছে
তারপর তোমাদের আম জাম কাঁঠালের দেশে
ধান কাটা হয়ে গেলে মাঠে-মাঠে কতোবার কুড়ালাম খড়
বাঁধিলাম ঘর এই শ্যামা আর খঞ্জনার দেশ ভালোবেসে
ভাসানের গান শুনে কত বার ঘর আর খড় গেল ভেসে
মাথুরের পালা বেঁধে কত বার ফাঁকা হল খর আর ঘর

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists