Sreeradha Bandyopadhyay - Himer Rate Oi Gogoner lyrics
Artist:
Sreeradha Bandyopadhyay
album: Shiter Haoya
হিমের রাতে ওই গগনের দীপগুলিরে
হেমন্তিকা করল গোপন আঁচল ঘিরে, ঘিরে, ঘিরে
হিমের রাতে ওই গগনের দীপগুলিরে
♪
ঘরে ঘরে ডাক পাঠালো
"দীপালিকায় জ্বালাও আলো
জ্বালাও আলো, আপন আলো
সাজাও আলোয় ধরিত্রীরে"
হিমের রাতে ওই গগনের দীপগুলিরে
♪
শূন্য এখন ফুলের বাগান
দোয়েল, কোকিল গাহে না গান
কাশ ঝরে যায়, ঝরে যায়
ঝরে যায় নদীর তীরে
যাক অবসাদ বিষাদ কালো
দীপালিকায় জ্বালাও আলো
জ্বালাও আলো, আপন আলো
শুনাও আলোর জয়বাণীরে
হিমের রাতে ওই গগনের দীপগুলিরে
♪
দেবতারা আজ আছে চেয়ে
জাগো ধরার ছেলে মেয়ে, জাগো
আলোয় জাগাও যামিনীরে
আলোয় জাগাও
এল আঁধার দিন ফুরালো
দীপালিকায় জ্বালাও আলো
জ্বালাও আলো, আপন আলো
জয় করো এই তামসীরে
হিমের রাতে ওই গগনের দীপগুলিরে
হেমন্তিকা করল গোপন আঁচল ঘিরে, ঘিরে, ঘিরে
হিমের রাতে ওই গগনের দীপগুলিরে
Поcмотреть все песни артиста
Other albums by the artist