Kishore Kumar Hits

Sreeradha Bandyopadhyay - Poush Toder Dak Diyechhe lyrics

Artist: Sreeradha Bandyopadhyay

album: Shiter Haoya


এবার শীতকালে চলে যাচ্ছি
পৌষ তোদের ডাক দিয়েছে
আয় রে চলে, আয়, আয়, আয়
পৌষ তোদের ডাক দিয়েছে
আয় রে চলে, আয়, আয়, আয়
ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে
মরি, হায়, হায়, হায়
ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে
মরি, হায়, হায়, হায়
পৌষ তোদের ডাক দিয়েছে
আয় রে চলে, আয়, আয়, আয়
পৌষ তোদের ডাক দিয়েছে
আয় রে চলে, আয়, আয়, আয়
হাওয়ার নেশায় উঠল মেতে
দিগবধূরা ধানের ক্ষেতে
হাওয়ার নেশায় উঠল মেতে
দিগবধূরা ধানের ক্ষেতে
রোদের সোনা ছড়িয়ে পড়ে মাটির আঁচলে
মরি, হায়, হায়, হায়
রোদের সোনা ছড়িয়ে পড়ে মাটির আঁচলে
মরি, হায়, হায়, হায়
পৌষ তোদের ডাক দিয়েছে
আয় রে চলে, আয়, আয়, আয়
পৌষ তোদের ডাক দিয়েছে
আয় রে চলে, আয়, আয়, আয়
মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হল
ঘরেতে আজ কে রবে গো
খোলো খোলো দুয়ার খোলো
খোলো খোলো দুয়ার খোলো
মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হল
ঘরেতে আজ কে রবে গো
খোলো খোলো দুয়ার খোলো
খোলো খোলো দুয়ার খোলো
আলোর হাসি উঠল জেগে
ধানের শিষে শিশির লেগে
আলোর হাসি উঠল জেগে
ধানের শিষে শিশির লেগে
ধরার খুশি ধরে না গো, ওই-যে উথলে
মরি, হায়, হায়, হায়
ধরার খুশি ধরে না গো, ওই-যে উথলে
মরি, হায়, হায়, হায়
পৌষ তোদের ডাক দিয়েছে
আয় রে চলে, আয়, আয়, আয়
পৌষ তোদের ডাক দিয়েছে
আয় রে চলে, আয়, আয়, আয়
মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হল
ঘরেতে আজ কে রবে গো
খোলো খোলো দুয়ার খোলো
খোলো খোলো দুয়ার খোলো
মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হল
ঘরেতে আজ কে রবে গো
খোলো খোলো দুয়ার খোলো
খোলো খোলো দুয়ার খোলো
আলোর হাসি উঠল জেগে
ধানের শিষে শিশির লেগে
আলোর হাসি উঠল জেগে
ধানের শিষে শিশির লেগে
ধরার খুশি ধরে না গো, ওই-যে উথলে
মরি, হায়, হায়, হায়
পৌষ তোদের ডাক দিয়েছে
আয় রে চলে, আয়, আয়, আয়
পৌষ তোদের ডাক দিয়েছে
আয় রে চলে, আয়, আয়, আয়
পৌষ তোদের ডাক দিয়েছে
আয় রে চলে, আয়, আয়, আয়
পৌষ তোদের ডাক দিয়েছে
আয় রে চলে, আয়, আয়, আয়

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists