Sreeradha Bandyopadhyay - Nil Digonte Oi lyrics
Artist:
Sreeradha Bandyopadhyay
album: Alor Amol Komolkhani
নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগল, লাগল
নীল দিগন্তে
বসন্তে সৌরভের শিখা জাগল
বসন্তে সৌরভের শিখা জাগল
নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগল, লাগল
নীল দিগন্তে
আকাশের লাগে ধাঁধা, রবির আলো ওই কি বাঁধা
বুঝি ধরার কাছে আপনাকে সে মাগল
বুঝি ধরার কাছে আপনাকে সে মাগল
সর্ষেক্ষেতে ফুল হয়ে তাই জাগল
নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগল, লাগল
নীল দিগন্তে
♪
নীল দিগন্তে
নীল দিগন্তে মোর বেদনখানি লাগল
অনেক কালের মনের কথা জাগল
এলো আমার হারিয়ে যাওয়া
কোন ফাগুনের পাগল হাওয়া
বুঝি এই ফাগুনে আপনাকে সে মাগল
এই ফাগুনে আপনাকে সে মাগল
সর্ষেক্ষেতে ঢেউ হয়ে তাই জাগল
নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগল, লাগল
নীল দিগন্তে
বসন্তে সৌরভের শিখা জাগল
বসন্তে সৌরভের শিখা জাগল
নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগল, লাগল
নীল দিগন্তে
Поcмотреть все песни артиста
Other albums by the artist