Kishore Kumar Hits

Khairul Anam Shakil - Tumi Sundor Tai Cheye lyrics

Artist: Khairul Anam Shakil

album: Rabindranath Nazruler Bhalobashr Gaan


তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়
সেকি মোর অপরাধ?
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়
সেকি মোর অপরাধ?
চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিণী
চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিণী
বলে না তো কিছু চাঁদ
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়
সেকি মোর অপরাধ?

চেয়ে' চেয়ে' দেখি ফোটে যবে ফুল
ফুল বলে না তো সে আমার ভুল
চেয়ে চেয়ে দেখি ফোটে যবে ফুল
ফুল বলে না তো সে আমার ভুল
মেঘ হেরি' ঝুরে' চাতকিনী
মেঘ করে না তো প্রতিবাদ
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়
সেকি মোর অপরাধ?

জানে সূর্যেরে পাবে না
জানে সূর্যেরে পাবে না
তবু অবুঝ সূর্যমুখী
চেয়ে' চেয়ে' দেখে তার দেবতারে
দেখিয়াই সে যে সুখী
হেরিতে তোমার রূপ-মনোহর
পেয়েছি এ আঁখি, ওগো সুন্দর
হেরিতে তোমার রূপ-মনোহর
পেয়েছি এ আঁখি, ওগো সুন্দর
মিটিতে দাও হে প্রিয়তম মোর
নয়নের সেই সাধ
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়
সেকি মোর অপরাধ?
চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিণী
চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিণী
বলে না তো কিছু চাঁদ
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়
সেকি মোর অপরাধ?

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists