Kishore Kumar Hits

Khairul Anam Shakil - Torun Premik Pronoy Bedon lyrics

Artist: Khairul Anam Shakil

album: Rabindranath Nazruler Bhalobashr Gaan


তরুণ প্রেমিক প্রণয় বেদন
জানাও জানাও বেদিল প্রিয়ায়
তরুণ প্রেমিক প্রণয় বেদন
জানাও জানাও বেদিল প্রিয়ায়
ওগো বিজয়ী নিখিল হৃদয়
কর কর জয় মোহন মায়ায়
তরুণ প্রেমিক প্রণয় বেদন
জানাও জানাও বেদিল প্রিয়ায়

নহে ওই এক হিয়ার সমান
হাজার কাবা হাজার মস্ জিদ
নহে ওই এক হিয়ার সমান
হাজার কাবা হাজার মস্ জিদ
কি হবে তোর কাবার খোঁজে
কি হবে তোর কাবার খোঁজে
আশয় খোঁজ তোর হৃদয় ছায়ায়
তরুণ প্রেমিক প্রণয় বেদন
জানাও জানাও বেদিল প্রিয়ায়

প্রেমের আলোয় যে দিল্ রোশন
যেথায় থাকুক সমান তাহার
প্রেমের আলোয় যে দিল্ রোশন
যেথায় থাকুক সমান তাহার
খোদার মস্ জিদ মুরত মন্দির
ঈসাই দেউল ইহুদ খানায়
তরুণ প্রেমিক প্রণয় বেদন
জানাও জানাও বেদিল প্রিয়ায়

অমর তার নাম প্রেমের খাতায়
জ্যোতির্লেখায় রবে লেখা
অমর তার নাম প্রেমের খাতায়
জ্যোতির্লেখায় রবে লেখা
দোজখের ভয় করে না সে
থাকে না সে বেহেশ্ আশায়
তরুণ প্রেমিক প্রণয় বেদন
জানাও জানাও বেদিল প্রিয়ায়
ওগো বিজয়ী নিখিল হৃদয়
কর কর জয় মোহন মায়ায়
তরুণ প্রেমিক প্রণয় বেদন
জানাও জানাও বেদিল প্রিয়ায়
তরুণ প্রেমিক

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists