Kishore Kumar Hits

Khairul Anam Shakil - Tomar Ankhir Moto lyrics

Artist: Khairul Anam Shakil

album: Rabindranath Nazruler Bhalobashr Gaan


তোমার আঁখির মত আকাশের দুটি তারা
চেয়ে থাকে
চেয়ে থাকে মোর পানে নিশীথে তন্দ্রাহারা
সে কি তুমি, সে কি তুমি
সে কি তুমি, সে কি তুমি
তোমার আঁখির মত আকাশের দুটি তারা
চেয়ে থাকে
চেয়ে থাকে মোর পানে নিশীথে তন্দ্রাহারা
সে কি তুমি, সে কি তুমি
সে কি তুমি, সে কি তুমি

ক্ষীণ আঁখি দীপ জ্বালি বাতায়নে জাগি একা
অসীম অন্ধকারে খুঁজি তব পথরেখা
ক্ষীণ আঁখি দীপ জ্বালি বাতায়নে জাগি একা
অসীম অন্ধকারে খুঁজি তব পথরেখা
সহসা দখিনবায়ে
চাঁপাবনে জাগে সাড়া
সে কি তুমি, সে কি তুমি
সে কি তুমি, সে কি তুমি

বৈশাখী ঝড়ে রাতে চমকিয়া উঠি জেগে
বুঝি অশান্ত মম আসিলে ঝড়ের বেগে
আসিলে ঝড়ের বেগে
বৈশাখী ঝড়ে রাতে চমকিয়া উঠি জেগে
বুঝি অশান্ত মম আসিলে ঝড়ের বেগে
আসিলে ঝড়ের বেগে
ঝড় চলে যায় কেঁদে
ঢালিয়া শ্রাবণধারা
সে কি তুমি, সে কি তুমি
সে কি তুমি, সে কি তুমি
তোমার আঁখির মত আকাশের দুটি তারা
চেয়ে থাকে
চেয়ে থাকে মোর পানে নিশীথে তন্দ্রাহারা
সে কি তুমি, সে কি তুমি
সে কি তুমি, সে কি তুমি
সে কি তুমি, সে কি তুমি

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists