সোনার হিন্দোলে কিশোর–কিশোরী দোলে
ঝুলনের উৎসব রঙ্গে
সোনার হিন্দোলে কিশোর–কিশোরী দোলে
ঝুলনের উৎসব রঙ্গে
বিন্দু বিন্দু বারি অবিরল পড়ে ঝরি
বিন্দু বিন্দু বারি অবিরল পড়ে ঝরি
বাজে তাল জলদ মৃদঙ্গে
সোনার হিন্দোলে কিশোর–কিশোরী দোলে
ঝুলনের উৎসব রঙ্গে
♪
জড়াইয়া শ্যামে দোলে ভীরু রাধা
থির বিজুরি ডোরে মেঘ যেন বাঁধা
জড়াইয়া শ্যামে দোলে ভীরু রাধা
দোলে ভীরু রাধা
দোলে ভীরু, দোলে ভীরু রাধা
জড়াইয়া শ্যামে দোলে ভীরু রাধা
থির বিজুরি ডোরে মেঘ যেন বাঁধা
পল্লব কোলে ফুলদলে দোলে
পল্লব কোলে ফুলদলে দোলে
গোপীদল গোপীবল্লভ সঙ্গে
যেন গোপীদল গোপীবল্লভ সঙ্গে
ঝুলনের উৎসব রঙ্গে
সোনার হিন্দোলে কিশোর–কিশোরী দোলে
ঝুলনের উৎসব রঙ্গে
♪
উল্লাসে থরথর খরতর বহে বায়
পুলকে ডালে ডালে কদম্ব শিহরায়
উল্লাসে থরথর খরতর বহে বায়
পুলকে ডালে ডালে কদম্ব শিহরায়
দৃষ্টিতে গোপীদের সৃষ্টির লাবনী
আনন্দ উতরোল গাহে বৃন্দাবনী
নূপুর মধুর বাজে যমুনা তরঙ্গে
ঝুলনের উৎসব রঙ্গে
বিন্দু বিন্দু বারি অবিরল পড়ে ঝরি
বিন্দু বিন্দু বারি অবিরল পড়ে ঝরি
বাজে তাল জলদ মৃদঙ্গে
সোনার হিন্দোলে কিশোর–কিশোরী দোলে
ঝুলনের উৎসব রঙ্গে
ঝুলনের উৎসব রঙ্গে
ঝুলনের উৎসব রঙ্গে
Поcмотреть все песни артиста
Other albums by the artist