Kishore Kumar Hits

Khairul Anam Shakil - Bosiya Bijone Ken lyrics

Artist: Khairul Anam Shakil

album: Benuka


বসিয়া বিজনে কেন একা মনে
পানিয়া ভরণে চলো লো গোরী
বসিয়া বিজনে কেন একা মনে
পানিয়া ভরণে চলো লো গোরী
চলো জলে চলো, কাঁদে বনতল
ডাকে ছলছল জল-লহরি
বসিয়া বিজনে কেন একা মনে
পানিয়া ভরণে চলো লো গোরী

দিবা চলে যায় বলাকা পাখায়
বিহগের বুকে বিহগী লুকায়
দিবা চলে যায় বলাকা পাখায়
বিহগের বুকে বিহগী লুকায়
কেঁদে চখা-চাখি মাগিছে বিদায়
বারোয়াঁর সুরে ঝুরে বাঁশরি
বসিয়া বিজনে কেন একা মনে
পানিয়া ভরণে চলো লো গোরী

ওগো বে-দরদি, ও রাঙা পায়ে
মালা হয়ে কে গো গেল জড়ায়ে
ওগো বে-দরদি, ও রাঙা পায়ে
মালা হয়ে কে গো গেল জড়ায়ে
তব সাথে কবি পড়িল দায়ে
পায়ে রাখি তারে না গলে পরি
বসিয়া বিজনে কেন একা মনে
পানিয়া ভরণে চলো লো গোরী
চলো জলে চলো, কাঁদে বনতল
ডাকে ছলছল জল-লহরি
বসিয়া বিজনে কেন একা মনে
পানিয়া ভরণে চলো লো গোরী

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists