Kishore Kumar Hits

Khairul Anam Shakil - Keu Bhole Na Keu lyrics

Artist: Khairul Anam Shakil

album: Chhilo Chad Megher Parey


কেউ ভোলে না, কেউ ভোলে
কেউ ভোলে না, কেউ ভোলে
অতীত দিনের স্মৃতি
কেউ ভোলে না, কেউ ভোলে
কেউ দুখ লয়ে কাঁদে
কেউ দুখ লয়ে কাঁদে
কেউ ভুলিতে গায় গীতি
কেউ ভুলিতে গায় গীতি
কেউ ভোলে না, কেউ ভোলে
অতীত দিনের স্মৃতি
কেউ ভোলে না, কেউ ভোলে

কেউ শীতল জলদে
হেরে অশনির জ্বালা

কেউ শীতল জলদে
হেরে অশনির জ্বালা
কেউ মঞ্জুরিয়া তোলে
তার শুষ্ক কুঞ্জবীথি
তার শুষ্ক কুঞ্জবীথি
কেউ ভোলে না, কেউ ভোলে
অতীত দিনের স্মৃতি
কেউ ভোলে না, কেউ ভোলে

হেরে কমল-মৃণালে
কেউ কাঁটা, কেহ কমল
হেরে কমল-মৃণালে
কেউ কাঁটা, কেহ কমল
কেউ ফুল দলি চলে
কেউ ফুল দলি চলে
কেউ মালা গাঁথে নিতি
কেউ মালা গাঁথে নিতি
কেউ ভোলে না, কেউ ভোলে
অতীত দিনের স্মৃতি
কেউ ভোলে না, কেউ ভোলে

কেউ জ্বালে না আর আলো
তার চির-দুখের রাতে

কেউ জ্বালে না আর আলো
তার চির-দুখের রাতে
কেউ দ্বার খুলি জাগে
চায় নব চাঁদের তিথি
চায় নব চাঁদের তিথি
কেউ ভোলে না, কেউ ভোলে
অতীত দিনের স্মৃতি
কেউ ভোলে না, কেউ ভোলে
কেউ দুখ লয়ে কাঁদে
কেউ ভুলিতে গায় গীতি
কেউ ভুলিতে গায় গীতি
কেউ ভোলে না, কেউ ভোলে
অতীত দিনের স্মৃতি
কেউ ভোলে না, কেউ ভোলে
কেউ ভোলে না, কেউ ভোলে

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists