বন-কুন্তল এলায়ে
বন-কুন্তল এলায়ে
বন শবরী ঝুরে সকরুণ সুরে
বিষাদিত ছায়া তার
চৈতালী সন্ধ্যার চাঁদের মুকুরে
বন শবরী ঝুরে
বন-কুন্তল এলায়ে
বন-কুন্তল এলায়ে
♪
চপলতা বিসরি যেন বন-যৌবন
♪
চপলতা বিসরি যেন বন-যৌবন
বিরহ-ক্ষীণ আজি উদাস উন্মন
তোলে না ঝঙ্কার আর
ঝরা পাতার মর্মর নূপুরে
বন-কুন্তল এলায়ে
বন-কুন্তল এলায়ে
♪
যে কুহু কুহরিত মধুর পঞ্চমে বিভোর ভাবে
ভগ্ন কণ্ঠে তার থেমে যায় সুর করুণ রেখাবে
যে কুহু কুহরিত মধুর পঞ্চমে বিভোর ভাবে
ভগ্ন কণ্ঠে তার থেমে যায় সুর করুণ রেখাবে
কোন বন-শিকারীর অকরুণ তীর
আলো হ'রে নিল ওই উজল আঁখির-
কোন বন-শিকারীর অকরুণ তীর
আলো হ'রে নিল ওই উজল আঁখির-
ফেলে যাওয়া বাঁশি তা'র অঞ্চলে লুকায়ে-
গিরি–দরি–প্রান্তরে খোঁজে সে নিঠুরে
বন-কুন্তল এলায়ে
বন-কুন্তল এলায়ে
বন শবরী ঝুরে সকরুণ সুরে
বিষাদিত ছায়া তার
চৈতালী সন্ধ্যার চাঁদের মুকুরে
বন শবরী ঝুরে
বন-কুন্তল এলায়ে
বন-কুন্তল এলায়ে
বন-কুন্তল এলায়ে
Поcмотреть все песни артиста
Other albums by the artist