মানে না মন, শুনে না বারণ তোমাকে যে চায় কাছে পেতে সারাক্ষণ মানে না মন, শুনে না বারণ তোমাকে যে চায় কাছে পেতে সারাক্ষণ শুভ্র ওই মেঘের মতন থাকবো তোমার মনে যখন ইচ্ছে হলেই ছুঁয়ে দিয়ো তুমি আমায় যখন-তখন ♪ কেনো দূরে সরে থাকো আরো কাছে আসো না হাত দুটি ধরে চলো পাড়ি দেই দূর সীমানা শুভ্র ওই মেঘের মতন থাকবো তোমার মনে যখন ইচ্ছে হলেই ছুঁয়ে দিয়ো তুমি আমায় যখন-তখন ♪ সাদা-কালো স্বপ্নগুলো রঙ্গিন হলো পলকে তোমার মাঝে হারিয়েছি আমি নেই আর আমাতে শুভ্র ওই মেঘের মতো থাকবো তোমার মনে যখন ইচ্ছে হলেই ছুঁয়ে দিয়ো তুমি আমায় যখন-তখন মানে না মন, শুনে না বারণ তোমাকে যে চাই কাছে পেতে সারাক্ষণ