প্রথম দেখে ভালোলাগা, এলোমেলো মন সময় যেন যাচ্ছে থেমে ভেবে সারাক্ষণ রোদের রঙে যাক মিশে ভালোলাগা সব তোমায় পেলে আর কিছুই চায় না অনুভব তুমি এলে যেন অবাক শ্রাবণের সুখ পলক চোখের যাক থেমে দেখে ঐ মুখ ভাসলো মেঘে পরান আমার উদাসী মন কান পেতে শুনতে পাবে বুকের কাঁপন ♪ রেখে আসি পথের মায়া পায়ে পায়ে বহুদূর বেঁধে রেখে দু'টো ছায়া আঁকি তবু একই সুর ছায়া হয়ে আছো কাছে, হৃদয় বোঝে সেই টান কল্পনা জুড়ে আছে এক সুখ-সুখ অভিমান বলা হয়েও হয় না, বলি মন তা শোনে না তুমি জানো কিনা, তা জানি না তুমি এলে যেন অবাক শ্রাবণের সুখ পলক চোখের যাক থেমে দেখে ঐ মুখ ভাসলো মেঘে পরান আমার উদাসী মন কান পেতে শুনতে পাবে বুকের কাঁপন ♪ কি যেন কি আছে লেখা (আছে লেখা) আবছা তা, যায় না পড়া (যায় না পড়া) জেনে যায় এই মন তবু (মন তবু) কোনো উপায়ে দিচ্ছে ধরা (দিচ্ছে ধরা) কাছে পেয়েও পাই না, দূরত্বটা চাই না তুমি জানো কিনা, তা জানি না তুমি এলে যেন অবাক শ্রাবণের সুখ পলক চোখের যাক থেমে দেখে ঐ মুখ ভাসলো মেঘে পরান আমার উদাসী মন কান পেতে শুনতে পাবে বুকের কাঁপন প্রথম দেখে ভালোলাগা, এলোমেলো মন সময় যেন যাচ্ছে থেমে ভেবে সারাক্ষণ রোদের রঙে যাক মিশে ভালোলাগা সব তোমায় পেলে আর কিছুই চায় না অনুভব তুমি এলে যেন অবাক শ্রাবণের সুখ পলক চোখের যাক থেমে দেখে ঐ মুখ ভাসলো মেঘে পরান আমার উদাসী মন কান পেতে শুনতে পাবে বুকের কাঁপন