Kishore Kumar Hits

Doly Sayontoni - Tumi Chailei Purnimar Chand lyrics

Artist: Doly Sayontoni

album: Premer Guru


তুমি ছিলে আমার বুকে পূর্ণিমার চান, প্রিয়া
সোহাগ কইরা ডাকতে তুমি আমায়, "জানের জান"
তুমি ছিলে আমার বুকে পূর্ণিমার চান, প্রিয়া
সোহাগ কইরা ডাকতে তুমি আমায়, "জানের জান"
সেই তুমি আজ হইলা পর
কেমনে করো পরের ঘর?
সেই তুমি আজ হইলা পর
কেমনে করো পরের ঘর?
কেমন কইরা দিলা তুমি
এত সুন্দর প্রতিদান?
তুমি ছিলে আমার বুকে পূর্ণিমার চান, প্রিয়া
সোহাগ কইরা ডাকতে তুমি আমায়, "জানের জান"
সেই তুমি আজ হইলা পর
কেমনে করো পরের ঘর?
সেই তুমি আজ হইলা পর
কেমনে করো পরের ঘর?
কেমন কইরা দিলা তুমি
এত সুন্দর প্রতিদান?
তুমি ছিলে আমার বুকে পূর্ণিমার চান, প্রিয়া
সোহাগ কইরা ডাকতে তুমি আমায়, "জানের জান"

জোসনা রাতে বকুলতলায় আমার পাশে বসিয়া
কতো কথা কইতা তুমি বুকে মাথা রাখিয়া
জোসনা রাতে বকুলতলায় আমার পাশে বসিয়া
কতো কথা কইতা তুমি বুকে মাথা রাখিয়া
সাক্ষী রেখে চন্দ্র-তারা
বলেছিলে আমায় ছাড়া
সাক্ষী রেখে চন্দ্র-তারা
বলেছিলে আমায় ছাড়া
পারবে না তো বাঁচতে তুমি
তোমায় দেহে থাকতে প্রাণ
তুমি ছিলে আমার বুকে পূর্ণিমার চান, প্রিয়া
সোহাগ কইরা ডাকতে তুমি আমায়, "জানের জান"
সেই তুমি আজ হইলা পর
কেমনে করো পরের ঘর?
সেই তুমি আজ হইলা পর
কেমনে করো পরের ঘর?
কেমন কইরা দিলা তুমি
এত সুন্দর প্রতিদান?
তুমি ছিলে আমার বুকে পূর্ণিমার চান, প্রিয়া
সোহাগ করাইরা ডাকতে তুমি আমায়, "জানের জান"

তোমার কথা বিশ্বাস করে চাকরি করতে বিদেশ যাই
সেইখানেতে বইসা আমি তোমার লেখা চিঠি পাই
তোমার কথা বিশ্বাস করে চাকরি করতে বিদেশ যাই
সেইখানেতে বইসা আমি তোমার লেখা চিঠি পাই
বাপের কথায় রাজি হইয়া
টাকা দেইখা করছ বিয়া
বাপের কথায় রাজি হইয়া
টাকা দেইখা করছ বিয়া
নিজের হাতেই করিয়াছ
তোমার বিয়ার মাল্যদান
তুমি ছিলে আমার বুকে পূর্ণিমার চান, প্রিয়া
সোহাগ করাইরা ডাকতে তুমি আমায়, "জানের জান"
তুমি ছিলে আমার বুকে পূর্ণিমার চান, প্রিয়া
সোহাগ করাইরা ডাকতে তুমি আমায়, "জানের জান"
সেই তুমি আজ হইলা পর
কেমনে করো পরের ঘর?
সেই তুমি আজ হইলা পর
কেমনে করো পরের ঘর?
কেমন কইরা দিলা তুমি
এত সুন্দর প্রতিদান?
তুমি ছিলে আমার বুকে পূর্ণিমার চান, প্রিয়া
সোহাগ কইরা ডাকতে তুমি আমায়, "জানের জান"
সেই তুমি আজ হইলা পর
কেমনে করো পরের ঘর?
সেই তুমি আজ হইলা পর
কেমনে করো পরের ঘর?
কেমন কইরা দিলা তুমি
এত সুন্দর প্রতিদান?
তুমি ছিলে আমার বুকে পূর্ণিমার চান, প্রিয়া
সোহাগ করাইরা ডাকতে তুমি আমায়, "জানের জান"

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists