Kishore Kumar Hits

Doly Sayontoni - Bishom Piriti lyrics

Artist: Doly Sayontoni

album: Birohi Prohor (Mahmud Jewel)


এ যে বিষম পিরিতি, পিরিতি, পিরিতি, সই
বন্ধ মনের তালা-চাবি আছে কই?
বিষম পিরিতি, পিরিতি, পিরিতি, সই
বন্ধ মনের তালা-চাবি আছে কই?
চাবি নিয়ে মন বন্ধুয়া থাকে দূরে
উথাল পাথাল মন, পথ চেয়ে রই
এ যে বিষম পিরিতি, পিরিতি, পিরিতি, সই
বন্ধ মনের তালা-চাবি আছে কই?
চাবি নিয়ে মন বন্ধুয়া থাকে দূরে
উথাল পাথাল মন, পথ চেয়ে রই
বিষম পিরিতি, পিরিতি, পিরিতি, সই
বন্ধ মনের তালা-চাবি আছে কই?

ধিকি ধিকি নাকা তিনা না তিনা তিনা
ধিকি ধিকি নাকা তিনা

অন্তর জ্বলে শুধু ধিকি ধিকি
জল দিলে নিভে না, হলো এ কি?
অন্তর জ্বলে শুধু ধিকি ধিকি
জল দিলে নিভে না, হলো এ কি?
ও আমি কইতেও পারি না, সইতেও পারি না
পাগলিনী হয়ে তার পথ চেয়ে রই
শুধু পথ পানে চেয়ে রই
এ যে বিষম পিরিতি, পিরিতি, পিরিতি, সই
বন্ধ মনের তালা-চাবি আছে কই?
চাবি নিয়ে মন বন্ধুয়া থাকে দূরে
উথাল পাথাল মন পথ চেয়ে রই
বিষম পিরিতি, পিরিতি, পিরিতি, সই
বন্ধ মনের তালা-চাবি আছে কই?

ধিকি ধিকি নাকা তিনা না তিনা তিনা
ধিকি ধিকি নাকা তিনা

চিরদিন রেখো মনে এ পিরিতি
বন্ধু, তোমার কাছে এ মিনতি
চিরদিন রেখো মনে এ পিরিতি
বন্ধু, তোমার কাছে এ মিনতি
ও আমি জাত-কুল বুঝি না, লোকলাজ মানি না
শুধু জানি একদিন আসবে গো সই
তাই তো পথ পানে চেয়ে রই
এ যে বিষম পিরিতি, পিরিতি, পিরিতি, সই
বন্ধ মনের তালা-চাবি আছে কই?
চাবি নিয়ে মন বন্ধুয়া থাকে দূরে
উথাল পাথাল মন পথ চেয়ে রই
এ যে বিষম ও পিরিতি, পিরিতি, পিরিতি, সই
বন্ধ মনের তালা-চাবি আছে কই?
চাবি নিয়ে মন বন্ধুয়া থাকে দূরে
উথাল পাথাল মন পথ চেয়ে রই
বিষম পিরিতি, পিরিতি, পিরিতি, সই
বন্ধ মনের তালা-চাবি আছে কই?

ধিকি ধিকি নাকা তিনা না তিনা তিনা
ধিকি ধিকি নাকা তিনা

ধিকি ধিকি নাকা তিনা না তিনা তিনা
ধিকি ধিকি নাকা তিনা

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists