Kishore Kumar Hits

Arif - Beche Achi lyrics

Artist: Arif

album: Shukhi Hote Paroni


চোখেরই নোনাজলে
এঁকেছি কষ্ট বুকে
চোখেরই নোনাজলে
এঁকেছি কষ্ট বুকে
তুমিহীনা এ জীবন
নিঃস্ব করেছে আমাকে
ব্যথা নিয়ে বুকে বেঁচে আছি
ব্যথা নিয়ে বুকে বেঁচে আছি
মরণ ছায়াতলে
চোখেরই নোনাজলে
এঁকেছি কষ্ট বুকে
তুমিহীনা এ জীবন
নিঃস্ব করেছে আমাকে

ফেরারী এ হৃদয়
আজ ঠিকানাবিহীন
স্বপ্ন তো হারিয়ে গেছে
তাই জীবন উদাসীন

ফেরারী এ হৃদয়
আজ ঠিকানাবিহীন
স্বপ্ন তো হারিয়ে গেছে
তাই জীবন উদাসীন
ব্যথা নিয়ে বুকে বেঁচে আছি
ব্যথা নিয়ে বুকে বেঁচে আছি
মরণ ছায়াতলে
চোখেরই নোনাজলে
এঁকেছি কষ্ট বুকে
তুমিহীনা এ জীবন
নিঃস্ব করেছে আমাকে

এ হৃদয়ের ক্যানভাসে
দিয়েছো বেদনার রঙ
চলে গেছ বহুদূরে
কাছে চেয়েছি যখন

এ হৃদয়ের ক্যানভাসে
দিয়েছো বেদনার রঙ
চলে গেছ বহুদূরে
কাছে চেয়েছি যখন
ব্যথা নিয়ে বুকে বেঁচে আছি
ব্যথা নিয়ে বুকে বেঁচে আছি
মরণ ছায়াতলে
চোখেরই নোনাজলে
এঁকেছি কষ্ট বুকে
তুমিহীনা এ জীবন
নিঃস্ব করেছে আমাকে
চোখেরই নোনাজলে
এঁকেছি কষ্ট বুকে
চোখেরই নোনাজলে
এঁকেছি কষ্ট বুকে
তুমিহীনা এ জীবন
নিঃস্ব করেছে আমাকে
ব্যথা নিয়ে বুকে বেঁচে আছি
ব্যথা নিয়ে বুকে বেঁচে আছি
মরণ ছায়াতলে
চোখেরই নোনাজলে
এঁকেছি কষ্ট বুকে
তুমিহীনা এ জীবন
নিঃস্ব করেছে আমাকে

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists