Arif - Obohela lyrics
Artist:
Arif
album: Obohela
তোমার প্রেম মানে বুক ভরা জ্বালা
তোমার প্রেম মানে শুধু অবহেলা
তোমার প্রেম মানে বুক ভরা জ্বালা
তোমার প্রেম মানে শুধু অবহেলা
তোমার প্রেম মানে বুক ভরা জ্বালা
তোমার প্রেম মানে শুধু অবহেলা
বেদনার আকাশে শুধু একরাশ মেঘ
তোমার প্রেম মানে
কিছু মিথ্যে আবেগ
মন নিয়ে মন ভাঙা-গড়া খেলা
তোমার প্রেম মানে বুক ভরা জ্বালা
তোমার প্রেম মানে শুধু অবহেলা
তোমার প্রেম মানে বুক ভরা জ্বালা
তোমার প্রেম মানে শুধু অবহেলা
♪
তুমি তো আছো সুখে বুঝবে কি করে
ভাঙা মনের বেদনা
চূর্ণ হয়ে যায় যে স্বপ্ন একবার
আর তা জোড়া লাগেনা
তুমি তো আছো সুখে বুঝবে কি করে
ভাঙা মনের বেদনা
চূর্ণ হয়ে যায় যে স্বপ্ন একবার
আর তা জোড়া লাগেনা
বেদনার আকাশে শুধু একরাশ মেঘ
তোমার প্রেম মানে
কিছু মিথ্যে আবেগ
মন নিয়ে মন ভাঙা-গড়া খেলা
তোমার প্রেম মানে বুক ভরা জ্বালা
তোমার প্রেম মানে শুধু অবহেলা
তোমার প্রেম মানে বুক ভরা জ্বালা
তোমার প্রেম মানে শুধু অবহেলা
♪
সহজে ভুলে যাওয়া তোমার কাছে
নয় কোনো ঘটনা
শুন্য হয়ে যায় যে হৃদয় একবার
সে তো পূরণ হয় না
সহজে ভুলে যাওয়া তোমার কাছে
নয় কোনো ঘটনা
শুন্য হয়ে যায় যে হৃদয় একবার
সে তো পূরণ হয় না
বেদনার আকাশে শুধু একরাশ মেঘ
তোমার প্রেম মানে
কিছু মিথ্যে আবেগ
মন নিয়ে মন ভাঙা-গড়া খেলা
তোমার প্রেম মানে বুক ভরা জ্বালা
তোমার প্রেম মানে শুধু অবহেলা
তোমার প্রেম মানে বুক ভরা জ্বালা
তোমার প্রেম মানে শুধু অবহেলা
বেদনার আকাশে শুধু একরাশ মেঘ
তোমার প্রেম মানে
কিছু মিথ্যে আবেগ
মন নিয়ে মন ভাঙা-গড়া খেলা
তোমার প্রেম মানে বুক ভরা জ্বালা
তোমার প্রেম মানে শুধু অবহেলা
তোমার প্রেম মানে বুক ভরা জ্বালা
তোমার প্রেম মানে শুধু অবহেলা
Поcмотреть все песни артиста
Other albums by the artist